#মুম্বই: করোনা সঙ্কটে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ ৷ বহু পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠিয়েছেন, তাঁদের খাদ্য সামগ্রী দিয়েছেন ৷ দুর্দিনে যে ভাবে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷ রিয়েল লাইফ হিরো সোনুকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ক্রমশই বাড়ছে ৷ এরই মাঝে সোনু সুদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল ৷
ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছেন তাঁদের কুশল মঙ্গল খবর নিচ্ছেন, তবে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখেই সামাজিক কর্তব্য পালন করছেন ৷ সোনু সুদের সেই ভিডিও সেলিব্রিটি ফটোগ্রাফার বিরল ভয়ানী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৷ ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সবাই ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সোনু সুদের এই ভাল কাজের ফলে বহু মানুষ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷
অনেক পরিযায়ী শ্রমিকেদের বাড়িতে ফিরিয়েছেন সোনু সুদ, তাঁর এই উদ্যোগকে আগেই সাধুবাদ জানিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার শিখর ধওয়ান, সুরেশ রায়না, মহম্মদ শামি, টেনিস তারকা সানিয়া মির্জা, প্রশংসা করেছেন শিল্পা শেট্টি, ফারহা খান, কুব্রা সেত, অজয় দেবগন, অক্ষয় কুমারের মত তারকারা ৷ সোনু সুদ অসহায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে #GharBhejo অভিযান শুরু করেছিলেন সাধারণ মানুষের চোখের মণি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Sonu Sood