#মুম্বই: করোনার দিনগুলিতে তাঁর জনপ্রিয়তা, বলিউডের তারকাদের ছাপিয়ে গিয়েছে। এই জনপ্রিয়তা অবশ্য স্রেফ অভিনেতার অর্জন নয় , বরং অর্জন এক পর্বতসমান উঁচু মানবিক ব্যক্তিতের। তিনি বলিউড তারকা সোনু সুদ, স্রেফ নিজের দায়িত্বে প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন। এখানেই শেষ নয়, যে কেউ যোগাযোগ করতে পারছেন সোনু সুদকে। রবিবার তাঁর সঙ্গে এক টুইটারেত্তির কথোপকথন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
আটকে থাকা মানুষকে আস্তানায় পৌঁছে দিচ্ছেন, এই খবর জেনেই সম্প্রতি এক তরুণ টুইটারেত্তি সোনুর উদ্দেশ্যে লেখেন, " ঘরে আটতে আছি। আমাকে মদের আসরে পৌঁছে দিন।" সোনু সপাট উত্তরটা দিতে দেরি করেননি। তিনি পাল্টা লেখেন, আপনি বললে আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগলে বলবেন।"
সোনুর এই টুইট ঝড়ের গতিতে ছড়িয়েছে। ৪৩ হাজারেরও বেশি মানুষ টুইটটিতে লাইক দিয়েছেন।
भाई मैं ठेके से घर तक तो पहुँचा सकता हूँ । ज़रूरत पड़े तो बोल देना 😂 https://t.co/tneToRoEXn
— sonu sood (@SonuSood) May 24, 2020
সোনু সুদ প্রথম দায়িত্ব নিয়ে বাড়ি পাঠান কর্ণাটকের শ্রমিকদের। ৩৫০ শ্রমিককে পাঠাতে প্রথম বারে লেগেছিল ১০টা বাস। এরপরেই মুম্বইয়ের ওয়াডালা অঞ্চল থেকে পরিযায়ী শ্রমিকদের উত্তর প্রদেশে নিজের ঘরে ফেরানোর অভিযান শুরু হয়। গোটা কাজটায় সোনুর সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু নীতি গয়াল। ধাপে ধাপে ওঁরা ফিরিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের বহু শ্রমিককেও। একটানা ২০ ঘণ্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন সোনু সুদ, এমন খবরও সংবাদ শিরোনাম হয়েছে।
একটানা এই কাজ করে যাওয়ায় সোনু সুদের ইমেজটাই হয়ে উঠেছে-মুশকিল আসানের মতো। যেন সোনু চাইলে সবটাই পারেন। অনেকে তো নামই দিয়ে ফেলেছেন-রবিনহু়ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।