corona virus btn
corona virus btn
Loading

লড়াই থেমে গেল ফারাহর, করোনায় মৃত্যু সোমালিয়ার প্রাক্তন ফুটবলারের

লড়াই থেমে গেল ফারাহর, করোনায় মৃত্যু সোমালিয়ার প্রাক্তন ফুটবলারের
Abdulkadir Mohamed Farah

আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম করোনার বলি হলেন ৷

  • Share this:

#মোগাডিসু: মারণ ভাইরাস করোনায় এখন বিশ্বজুড়ে মৃত্যুমিছিল অব্যাহত ৷ ইউরোপ, এশিয়া বা আমেরিকায় করোনার প্রভাব মারাত্মক ৷ আফ্রিকায় এই মারণ ভাইরাস কতটা থাবা বসিয়েছে, তা নিয়ে বিশেষ খবর পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে দুঃসংবাদ ৷ মারণ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল সোমালিয়ার প্রাক্তন ফুটবলার আব্দুলকাদির মহম্মদ ফারাহর ৷ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম করোনার বলি হলেন ৷

করোনায় আক্রান্ত হওয়ার পর লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারাহ ৷ তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর ৷ সোমালিয়ায় ক্রীড়ামন্ত্রীর পরামর্শদাতার কাজ করছিলেন তিনি। সোমালিয়ার বেলেদওয়েনে বলে একটি শহরে জন্ম ফারাহর ৷ একটা সময় সোমালিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ফারাহ ৷

Published by: Siddhartha Sarkar
First published: March 27, 2020, 9:08 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर