লড়াই থেমে গেল ফারাহর, করোনায় মৃত্যু সোমালিয়ার প্রাক্তন ফুটবলারের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম করোনার বলি হলেন ৷
#মোগাডিসু: মারণ ভাইরাস করোনায় এখন বিশ্বজুড়ে মৃত্যুমিছিল অব্যাহত ৷ ইউরোপ, এশিয়া বা আমেরিকায় করোনার প্রভাব মারাত্মক ৷ আফ্রিকায় এই মারণ ভাইরাস কতটা থাবা বসিয়েছে, তা নিয়ে বিশেষ খবর পাওয়া যাচ্ছিল না ৷ অবশেষে দুঃসংবাদ ৷ মারণ করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল সোমালিয়ার প্রাক্তন ফুটবলার আব্দুলকাদির মহম্মদ ফারাহর ৷ আফ্রিকার খেলোয়াড়দের মধ্যে তিনিই প্রথম করোনার বলি হলেন ৷
Some sad news to share Football legend Abdulkadir Mohamed Farah had died due to Coronavirus. The legend died at a hospital in London where he was admitted last week. The Football legend who in recent years served as an advisor to the minister for youth and sport, pic.twitter.com/hHO65SfmXp
— Ocean stars (@Ocean_stars_) March 26, 2020
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার পর লন্ডনের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফারাহ ৷ তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর ৷ সোমালিয়ায় ক্রীড়ামন্ত্রীর পরামর্শদাতার কাজ করছিলেন তিনি। সোমালিয়ার বেলেদওয়েনে বলে একটি শহরে জন্ম ফারাহর ৷ একটা সময় সোমালিয়ার জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন ফারাহ ৷
advertisement
Location :
First Published :
March 27, 2020 9:08 AM IST

