Home /News /coronavirus-latest-news /
করোনা প্রাণ কেড়ে নিল স্পেনের ২১ বছরের তরুণ ফুটবল কোচের

করোনা প্রাণ কেড়ে নিল স্পেনের ২১ বছরের তরুণ ফুটবল কোচের

Francisco Garcia

Francisco Garcia

অনেক অল্প বয়সেই ফুটবল কোচিংয়ের সঙ্গে যুক্ত হন গার্সিয়া ৷

 • Share this:

  #মাদ্রিদ: করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিল ২১ বছরের তরুণ স্প্যানিশ ফুটবল কোচের ৷ তবে শুধু করোনা ভাইরাসই নয়, লিউকোমিয়াতেও ভুগছিলেন কোচ ফ্রান্সিসকো গার্সিয়া বলে জানা গিয়েছে ৷ বেশ কয়েকদিন ধরে ভোগার পর রবিবার দুপুরেই মারা যান তিনি, বলে জানা গিয়েছে ৷

  অনেক অল্প বয়সেই ফুটবল কোচিংয়ের সঙ্গে যুক্ত হন গার্সিয়া ৷ স্পেনের মালাগার ক্লাব আটলেটিকো পোর্তাদা আলতা-র ছোটদের কোচ হিসেবে নিযুক্ত হন তিনি ৷ করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে স্পেনে ৷ ইতালির পরে ইউরোপে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা স্পেনেরই ৷ এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সে দেশে ৷

  স্পেনের সংবাদমাধ্যম সূত্রে খবর,  করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে ভাবা হয়েছিল, সাধারণ সর্দি-কাশি জ্বরই হয়েছে তাঁর। কিন্তু ডাক্তারি পরীক্ষার পরে করোনা ধরা পরে গার্সিয়ার শরীরে ৷ পাশাপাশি লিউকোমিয়াতেও আক্রান্ত হওয়ায় আর বাঁচানো সম্ভব হয়নি তরুণ ফুটবল কোচ গার্সিয়াকে ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Coronavirus, Francisco Garcia

  পরবর্তী খবর