#বসিরহাট: লকডাউনে চরম বিপাকে ছোট ব্যবসার সঙ্গে যুক্ত মানুষগুলো। বসিরহাটে কর্মহীন ডেকোরেটর, লাইট ও সাউন্ডের ব্যবসার সঙ্গে কয়েক হাজার কর্মী। কাজ নেই, আয় নেই। সঞ্চয়ের ভাঁড়ার প্রায় শূন্য।
প্যান্ডাল নেই। আলো, আওয়াজও নেই। লকডাউনে মাথায় হাত ডেকোরেটর, লাইট, সাউন্ডের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে কর্মীদের। বসিরহাটে কর্মহীন কয়েক হাজার মানুষ। এমনিতেই লকডাউন শুরুর আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রকাশ্য অনুষ্ঠানে বিধিনিষেধ। আর তার পরেই শুরু হয়েছে লকডাউন। প্রায় চার মাস কোনও কাজ নেই ডেকোরেটর, লাইট, সাউন্ড ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীদের।
এমনকি, বাসন্তী পুজোর সময় কিছু কিছু প্যান্ডেল তৈরি শুরু হয়েছিল। লকডাউনের জেরে পুজোগুলো বন্ধ হয়ে যাওয়ায় অসমাপ্ত অবস্থাতেই পড়ে আছে প্যান্ডেল। বৃষ্টিতে ভিজে সেগুলো পচতেও শুরু করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Small business