#চেন্নাই: করোনায় আক্রান্ত বিশিষ্ট গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমের অবস্থা এখনও সঙ্কটজনক৷ এখনও ICU-তে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি৷ চিকিৎসকরা সর্বক্ষণ তাঁর পর্যবেক্ষণ করছেন৷ যেই হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন সেই এমজিএমের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷
করোনায় আক্রান্ত জনপ্রিয় গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমের বয়স ৭৪ বছর। বয়সজনিত কিছু রোগ রয়েছে তাঁর৷ তার মধ্যে রয়েছে করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে৷ কোভিড পজিটিভ হওয়ার পরই বিশিষ্ট গায়ককে হাসপাতালে ভর্তি করতে হয়। চেন্নাইয়ের MGM- এ ভর্তি রয়েছেন তিনি। গত ৫ অগাস্ট তাঁর করোনা ধরা পড়ে। কিন্তু ১৩ তারিখ রাত থেকে তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। শরীরে অক্সিজেনের মাত্রা । এর পরই তাঁকে হাসপাতালের আইসিইউতে তাঁকে স্থানান্তর করতে হয়। হাসপাতালের একটা স্পেশ্যাল মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক, জানিয়েছেন চিকিৎসকরা।
সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এসপি। সেখানেই তিনি জানান, গত কয়েকদিন ধরে শরীর একটু খারাপ ছিল। বুকেও সামান্য ব্যথা ছিল। সেই সঙ্গে ছিল ঠাণ্ডা লাগা, কাশি। শরীর অসুস্থ হতেই চিকিৎসা শুরু করেন তিনি। হাসপাতালে গিয়ে কোভিড পরীক্ষার পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু দিন দিন তাঁর অবস্থার অবনতি হতে শুরু করায় চিন্তিত সকলে।
দক্ষিণী ছবি থেকে বলিউড ৷ এস পি বালসুব্রহ্মণ্যমের গান সঙ্গীতপ্রেমীদের কাছে প্রথম থেকেই সমাদর পেয়েছে ৷ বলিউডের বেশ কিছু নায়ক তো তাঁদের জন্য বেছেই নিয়েছেন এস পি বালসুব্রহ্মণ্যমকে ৷ যার মধ্যে সলমন খান একেবারে ওপরের তালিকায় ৷ এসপির গাওয়া, 'মেরে জীবন সাথী', 'হাম আপকে হ্যায় কন', 'রূপ সুহানা লাগতা হ্যায়', 'পেহলা পেহলা পেয়ার হ্যায়', 'হাম বনে তুম বনে এক দুজে কে লিয়ে,'র মতো অসংখ্য গান রয়েছে, যা সর্বকালের সেরা হয়েই থেকে যাবে মানুষের মনে। সকলেই এখন এই গায়কের সুস্থতা কামনা করছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, SP Balasubramaniam