#সিঙ্গাপুর: লকডাউন বাড়তে চলেছে ১ জুন পর্যন্ত৷ তবে সেটা আংশিক লকডাউন বলেই জানা গিয়েছে৷ যেভাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনদিন, তাতে এই আংশিক লকডাউন বাড়ানোর পথেই হাঁটলেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হসিন লুং৷ তিনি জানিয়েছেন যে আপাতত সব অফিস আপাতত বন্ধ থাকছে৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় কোনও সমস্যা হবে না৷
সে দেশের কিছু মার্কেট এলাকা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে৷ এবং সেই সব জায়গায় এখনও ভিড় হচ্ছে বলে তিনি জানান৷ শুধু তাই নয়, দেশজুড়ে নানা বিধি নিষেধ সত্ত্বেও কিছু কিছু এলাকায় ভিড় হচ্ছে এবং তার ফলে করোনার প্রকোপ বাড়ছে৷
এর আগে জাতির উদ্দেশ্য ৩ এপ্রিল ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ বুঝিয়েছিলেন সোশ্যাল ডিসট্যান্সিং বা করোনা মোকাবিলায় নানা পদক্ষেপের কথা৷ তারপর থেকে অনেকটাই প্রভাব কমে ছিল করোনার৷ ফের পরিযায়ী শ্রমিকদের থেকে হু হু করে ছড়িয়েছে করোনা৷ যে কারণে লকডাউনের সময়সীমা বাড়ানো হল সে দেশে৷ প্রায় ১ হাজারের ওপর নতুন করে করোনা সংক্রমণ হয়েছে সিঙ্গাপুরে৷ এবং সেগুলি সবই ডরমেটরিতে থাকা শ্রমিকদের শরীরেই ধরা পড়েছে৷ কিন্তু তার মধ্যে ২০ জন সিঙ্গাপুরের নাগরিক বলে আতঙ্ক আরও বেড়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Lockdown, Singapore