#সিঙ্গাপুর: ছবির মতো সুন্দর দেশ সিঙ্গাপুরের বর্তমান ছবিটা এখন ভয়ঙ্কর ৷ লকডাউন ঘোষণার পর সপ্তাহখানেক কেটে গেলেও সে দেশে করোনা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷ বরং দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ একই দিনে রেকর্ড সংক্রমণের খবর পাওয়া গিয়েছে সিঙ্গাপুরে ৷ আরও ৯৪২ জনের কোভিড-১৯ পজিটিভ খবর পাওয়া গিয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র গতকাল, রবিবারই সংক্রমিত ৫৯৬ জন ৷ যে তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ভারতীয়রাও ৷
এ দিনের আক্রান্তরা অধিকাংশই থাকেন ডরমিটারিতে ৷ ভিড়ে ঠাসা ডরমিটারিগুলিতে আক্রান্তের সংখ্যা এরপর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ এমন আশঙ্কা স্বয়ং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি শ্যেন লুংয়ের ৷ সিঙ্গাপুরে এখনও পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৫৮৮ জন ৷ মৃত্যু হয়েছে ১১ জনের ৷ সে দেশে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও স্বভাবতই আতঙ্ক বাড়ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।