#সিঙ্গাপুর: আমেরিকা, ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের পর এবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার অনুমোদন দিল সিঙ্গাপুর। সোমবার প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এ' কথা জানিয়েছেন৷ তিনি আরও জানান, ডিসেম্বরের শেষেই তাঁর দেশে পৌঁছবে টিকার প্রথম চালান। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে এক ভাষণে তিনি জানান, সবকিছু পরিকল্পনা মতো এগলে আগামী বছরে সিঙ্গাপুরের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে। দীর্ঘদিনের বাসিন্দারাও পাবেন বিনামূল্যে টিকা
প্রায় ৫.৭ মিলিয়ন মানুষের প্রত্যেকের জন্য যথেষ্ট পরিমাণ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি আধিকারিক, স্বাস্থ্যকর্মী ও বয়স্করা টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ও তাঁর সহকর্মীরা, প্রবীণদের সঙ্গে শুরুতেই টিকা নেবেন৷ তাতে এটা প্রমাণ হবে, তাঁর মত বয়স্কদের পক্ষে এই টিকা নিরাপদ। অগ্রিম ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেছে সিঙ্গাপুর। মডার্না ও সিনোভ্যাক-এর ভ্যাকসিনের জন্য অগ্রিম টাকাও দিয়ে রেখেছে তারা। এর জন্য কর্তৃপক্ষের তরফ থেকে ১ বিলিয়ন ডলারেরও বেশি টাকা তুলে রাখা হয়েছে।