#শিলিগুড়ি: প্রকোপ কমেনি। উলটে করোনা গ্রাস করছে শহরকে! এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ক্রমেই জাল বিস্তার করে চলেছে। গ্রাফ ক্রমবর্ধমান! নতুন করে পাহাড় ও সমতল মিলিয়ে একদিনে আক্রান্ত ৩৯! বিশেষজ্ঞ চিকিৎসকদের আশঙ্কা ক্রমশ স্পষ্ট হচ্ছে। লকডাউন মানেননি অনেক শিলিগুড়িবাসী। তাই আক্রান্তের গ্রাফ আরও বাড়বে, বলেছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তা ধীরে ধীরে ছবির মতো পরিস্কার হচ্ছে।
জুলাইয়ের ১ থেকে ৯ পর্যন্ত পাহাড় ও শিলিগুড়ি পুরসভা মিলিয়ে আক্রান্ত ২৮৭ জন! অর্থাৎ গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ৩১ জন করে! এই তথ্যটুকুই চিন্তা বাড়ানোর জন্যে যথেষ্ট! এদিন শৈলশহরে ফের দুই আক্রান্তের খোঁজ পাওয়া যায়। ২ জনেই পুর এলাকার বাসিন্দা। সম্প্রতি আমেরিকা থেকে ফিরে এসছেন। অসুস্থ বোধ করায় লালা রসের নমুনা পাঠানো হয় মেডিকেলের ল্যাবে। রিপোর্ট আজ পজিটিভ এসেছে। এদিকে আক্রান্তের তালিকায় এবার জুড়লো সেনাছাউনিও! এর আগে সিআইএসএফ জওয়ান আক্রান্ত হয়েছিলেন। এবারে আক্রান্ত মাটিগাড়ার সেনা ছাউনির ৫ জন! বাকি ৩২ জন শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দা।
শিলিগুড়ি পুরসভা ছাপিয়ে যাচ্ছে জেলার পাহাড় ও গ্রামীণ এলাকাকে। এদিন সবচেয়ে বেশী আক্রান্তের খোঁজ মিলেছে ৪ নং ওয়ার্ড। একদিনে আক্রান্ত ৯ জন। ইতিমধ্যেই ওই ওয়ার্ডটিতে আজ থেকে লকডাউন শুরু হয়েছে। কেন পুর এলাকায় আক্রান্তের গ্রাফ বাড়ছে? চিকিৎসকদের দাবী, শহুরে লোকেরা না মানছে সোশ্যাল ডিস্ট্যানসিং, না পরছেন মাস্ক। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন শহরে। যা শহরকে কোন জায়গায় আগামী দিনে পৌঁছে দেবে, জানা নেই। আর কবে সচেতন হবে পুরবাসী? প্রশ্ন ঘুরছে চারদিকে। কোনো হেলদোলই চোখে পড়ছে না। শহরে একের পর এক বাজার বন্ধ হচ্ছে। তবুও অসচেতনার পরিচয় দিয়ে চলেছেন একটা বড়অংশের মানুষ। এদিকে সুস্থতার হারও বাড়ছে। আজ শিলিগুড়ির দুই কোভিড হাসপাতাল থেকে ২৫ জন সুস্থ হয়ে ফিরেছেন।
Partha Sarkar