corona virus btn
corona virus btn
Loading

সিকিমে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য, সতর্ক থাকতে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষেধ

সিকিমে করোনা আক্রান্তের সংখ্যা শূন্য, সতর্ক থাকতে অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষেধ
  • Share this:

#সিকিম: করোনা নিয়ে সতর্কতা। অক্টোবর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করল সিকিম প্রশাসন। পর্যটনমন্ত্রী বি এস পন্থ জানিয়েছেন, এই বছর কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ থাকছে। তাই বন্ধ রাখা হচ্ছে নাথু লা পাসও।

জুনে মানস সরোবর যাত্রা শুরু হওয়ার কথা ছিল। নাথুলা পাস দিয়ে সীমান্ত বাণিজ্য মে মাসে শুরু হয়। নাথু লা বাণিজ্য পথ ও কৈলাস মানস সরোবর যাত্রার থেকে বছরের একটা বড় আর্থিক লাভ আদায় করে সিকিম সরকার। গত বছরও প্রায় বারো লক্ষ পর্যটক এই সময় সিকিমে গিয়েছিলেন। বিদেশ থেকে এসেছিলেন দেড় লক্ষ পর্যটক। এখনও পর্যন্ত সিকিমে করোনা সংক্রমণের খবর নেই। তাও বাড়তি সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ।

First published: April 25, 2020, 10:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर