#মুম্বই: করোনার ধাক্কা সামলাতে এগিয়ে আসছে গোটা দেশ। বিভিন্ন মহল থেকে স্তরে তৈরি করা হয়েছে একাধিক তহবিল। অনেকেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে বিপুল পরিমাণ অর্থ দান করছেন। এবারে সেই তালিকায় যুক্ত হল শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে ৫১ কোটি টাকা।
ভাইরাসের হাত থেকে বাঁচতে সারাদেশের মতো মহারাষ্ট্রও লড়াই করে চলেছে। কেরলের পর মহারাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। প্রত্যেক দিন সেই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই বিপুলসংখ্যক মানুষের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারকে নানাবিধ প্রকল্প নিতে হয়েছে। আপাতভাবে দেখলে সরকারি হাসপাতালে এই বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা করা আদৌ সম্ভব নয়। তাই অনেক আপৎকালীন ব্যবস্থাও করতে হয়েছে। তার পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হচ্ছে প্রত্যেকদিন। তাই কেবলমাত্র সরকারের একক উপার্জনে এই বিপুল ব্যবস্থা তৈরি করা বা চালিয়ে নিয়ে যাওয়া, কোনওটাই সম্ভব নয়।
Shri Saibaba Sansthan Trust, Shirdi has donated Rs 51 Crore to Maharashtra Chief Minister's Relief Fund to fight the #COVID19 pandemic. pic.twitter.com/wTepDtH9Hw
— ANI (@ANI) March 27, 2020
তাই বিভিন্ন রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ত্রাণ তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য বিভিন্ন মহলের কাছে আবেদন জানিয়েছেন। সেই আবেদনে ডাক দিয়েই এবার ৫১ কোটি টাকা সাঁইবাবা ট্রাস্ট ডোনেট করল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ত্রাণ তহবিলে।
এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৭২৪। ১৭ জনের মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। কেরলের পরেই দেশের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে সেই রাজ্যের আর্থিক সাহায্য একান্তই প্রয়োজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Maharshtra, SaiBaba