Home /News /coronavirus-latest-news /
AP| কী ভয়ঙ্কর! করোনা রোগীর দেহ খুবলে খাচ্ছে কুকুর! ভিডিও দেখে ভীত সকলে, দেখুন

AP| কী ভয়ঙ্কর! করোনা রোগীর দেহ খুবলে খাচ্ছে কুকুর! ভিডিও দেখে ভীত সকলে, দেখুন

প্রথমে নিরাপত্তারক্ষীদের নজরে আসে যে রাস্তার কুকুর, পড়ে থাকা দেহটির কান কামড়াচ্ছিল৷ তখনই তাড়া করে কুকুরদের সরিয়ে দেওয়া হয়৷ পরবর্তীতে অন্ধ্রপ্রদেশের এই ভিডিওটি রীতিমত ভাইরাল হয়৷

 • Share this:

  #হায়দরাবাদ: চিকিৎসা ব্যবস্থায় চূড়ান্ত গাফিলতি বললেও কম বলা হবে৷ অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের সরকারি হাসপাতালের বাইরে পড়ে থাকা এক মানবদেহে অসংখ্য কুকুড়ের কামড়ের দাগ এবং আধা কানও টেনে-খুবলে খেয়ে গেল কুকুর৷ খবরটি সোমবার সামনে আসে৷ রাজীব গান্ধি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের সামনে একটি শেলটার বানানো হয়েছিল৷ মূলত গৃহহীনদের সেখানে আশ্রয় দেওয়া হত৷ ওই আশ্রয়স্থলের সামনেই মৃত ব্যক্তির দেহ পড়েছিল৷

  সোমবার হাসপাতালের নিরাপত্তারক্ষীদের নজরে আসে যে, রাস্তার কুকুর পড়ে থাকা দেহটির কান কামড়াচ্ছিল৷ তখনই তাড়া করে কুকুরদের সরিয়ে দেওয়া হয়৷ জানা যায় যে মৃত ব্যক্তির নাম কান্ত রাও৷ এ ভাবে তার দেহ বাইরে পড়ে থাকার খবর জানতে পেয়ে হাসপাতালের সামনে প্রতিবাদ শুরু করেন মৃতের আত্মীয়রা৷ চিকিৎসার গাফিলতির অভিযোগ করেন তাঁরা৷ এবং একই সঙ্গে জানান যে হাসপাতালে ভর্তিই না নেওয়ার ফলে এমন চূড়ান্ত পরিণতি হয়েছে কান্তের৷

  এই খবরের পরই হাসপাতালের সুপার ঘটনার তদন্তের নির্দেশ দেন৷ কেন হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি ওই ব্যক্তিকে বা চিকিৎসা না করে কেন তাঁকে ওই শেলটারে ফেলে রাখা হয়েছিল৷

  ডাঃ শ্রীরামুলু জানিয়েছেন যে, হাসপাতালের রেকর্ডে দাখা গিয়েছে যে, কান্ত রাও হাসাপাতালে ভর্তি হননি৷ তাঁর পরিবারের দাবি যে, করোনা পজিটিভ হওয়ার পর ৫ অগাস্ট তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে আনা হয়৷ তবে কেন ওই শেলটারে তিনি থাকলেন যেখানে গৃহহীনদের থাকার ব্যবস্থা রয়েছে৷ এর ফলে সেখানে কোনও চিকিৎসক তাঁকে দেখতে যাননি৷

  এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই এই নিয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও৷ এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশও করেন৷ অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলেও তিনি উল্লেখ করেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Coronavirus, COVID19

  পরবর্তী খবর