#ইসলামাবাদ: শিল্প কখনও সীমান্ত মানে না। তাই ভারতের সিনেমার সুপারস্টার অমিতাভ বচ্চন সারা পৃথিবীর কাছেই সেলুলয়েডের এক উজ্জ্বল নক্ষত্র। তাই তাঁর আরোগ্য কামনায় বার্তা আসছে দেশ, বিদেশ থেকেও।প্রতিবেশী দেশ পাকিস্তান থেকেও এসেছে শুভকামনা।
আরোগ্য কামনা করেছেন প্রাক্তন পাক জোরে বোলার শোয়েব আখতার। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘তাড়াতাড়ি সেরে উঠবেন অমিত জি। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।’ শনিবার রাতে নিজের ট্যুইটার হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন, তিনি করোনা পজিটিভ। তারপর খবর আসে, অভিষেক বচ্চনও করোনা পজিটিভ। দুজনই ভর্তি নানাবতী হাসপাতালে।
Get well soon Amit Ji @SrBachchan Prayers for a speedy recovery. https://t.co/s2VIq1SRh5
— Shoaib Akhtar (@shoaib100mph) July 11, 2020
তারপর রবিবার নতুন করে খবর আসে, করোনা আক্রান্ত হয়েছেন ঐশ্বর্য ও আরাধ্যাও। সেই খবর প্রকাশের পর জানানো হয়, জয়া বচ্চনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। শনিবার থেকেই সারা দেশ বচ্চন পরিবারের আরোগ্য কামনায় একজোট হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bacchan, Coronavirus, Shoaib Akhtar