#নয়াদিল্লি: যারা বিদেশের মাটিতে আটকে পড়েছেন যে সমস্ত ভারতীয় তাদের ফেরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিশেষ বিমানে তাদের দেশে ফেরানোর কথা ভাবা হচ্ছে৷ কিন্তু স্থলে নয়, যে সমস্ত মানুষ আটকে আছে আন্তর্জাতিক জলপথে, তাদের কী হবে? সিফেয়ারার বা নাবিক, যারা জাহাজে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা কীভাবে ফিরতে পারবেন তাদের বাড়ি, সে নিয়েই তৎপরতা শুরু করেছে ভারতীয় জাহজমন্ত্রক৷ যে সব নৌকর্মীরা আটকে রয়েছেন তাদের তালিকা তৈরি করেছে মন্ত্রক৷ দ্রুত তাদের দেশে ফেরানো হবে বলেই জানানো হচ্ছে৷
Govt seeks details of seafarers stuck on international waters due to COVID-19 from maritime unions: Mandaviya
করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন৷ বন্ধ বিমান পরিষেবা এবং সীমান্তও সিল করা হয়েছে৷ সেক্ষেত্রে বিদেশে রয়েছেন যারা, বিশেষ করে জাহাজে, তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে৷ কীভাবে বাড়ি ফিরবেন এই সব নৌকর্মীরা, তাই নিয়ে চিন্তায় তাদের পরিবার৷ আপাতত লকডাউন উঠলে তাদের দেশের ফেরার ব্যবস্থা শুরু করল জাহজ মন্ত্রক৷ যে কারণে একটি তালিকা তৈরি করছেন তারা৷ কোথায়, কোন সমুদ্রে আটকে রয়েছে বিভিন্ন জাহাজ, তার খোঁজ করেই সেই তালিকা তৈরি হবে বলে মনে হচ্ছে৷ তারপর জাহাজে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হবে৷
এই বিষয়ে জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানান যে তার দফতর এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে৷
Shipping Ministry to chart out plan for evacuation of seafarers stuck on international waters: Shipping Minister Mansukh L Mandaviya