#মুম্বই: করোনার দাপটে জর্জরিত গোটা বিশ্ব ৷ অধীর আগ্রহে সকলে অপেক্ষা করে আছেন করোনার টিকার জন্য৷ দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান৷ এরই মধ্যে টিকা নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর । তবে নিজের দেশে নয় সংযুক্ত আরব আমীরশাহি -তে থেকেই টিকা নেন এই অভিনেত্রী।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিকা নেওয়ার পর একটি ছবি শেয়ার করেন শিল্পা। সেখানেই দেখা যায়, তাঁর হাতের ওপরে লাগানো রয়েছে তুলো। পোস্টটিতে লেখেন , টিকা নিয়ে নিয়েছেন তিনি এবং এখন তিনি পুরোপুরি সুরক্ষিত। সংযুক্ত আরব আমীরশাহি কে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি৷ পাশাপাশি করোনা টিকা নিয়েই তিনি ২০২১ সাল শুরু করলেন বলেও জানান শিল্পা শিরোদকর।
জানা গিয়েছে, করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে শিল্পাকে৷ বলাবাহুল্য তিনিই প্রথম বলিউড তারকা যিনি করোনা টিকা গ্রহণ করলেন৷
প্রসঙ্গত, প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী নম্রতা শিরোদকরের দিদি হলেন শিল্পা শিরোদকর। বলিউডে একসাথে দুই বোন দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সুপারহিট ছবি আঁখে ৷ এছা়ড়াও কিষাণ কানহাইয়া, ত্রিনেত্র, হাম, দিল হি তো হ্যায়, পহচান, গোপী কিষাণ ও মৃত্যুদণ্ড-র মত জনপ্রিয় ছবিতে তাঁকে দেখা গেছে। তাঁর শেষ অভিনীত ছবি গজ গামিনী। যদিও বিয়ের প্রায় ১০ বছর পর ফের ছোট পর্দায় কাজ শুরু করেন তিনি, তাঁকে দেখা যায় এক মুঠ্ঠি আসমান সিরিয়ালে৷
প্রসঙ্গত, আগামী ১৩ জানুয়ারি থেকেই দেশে শুরু হতে পারে করোনার টিকাকরণ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ৷ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, ভ্যাকসিন রপ্তানির উপরে কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি৷