#বীরভূম: করোনা ভাইরাস সতর্কতায় শান্তিনিকেতনে বসন্ত উৎসব বাতিল কিন্তু সেই রকমই আমেজ থাকছে এবারও বীরভূমের তারাপীঠে। শান্তিনিকেতনের ধাঁচেই এবারও বসন্ত উৎসব হতে চলেছে তারাপীঠে। এবার দ্বিতীয় বছর তাই এবার জাঁকজমক আরও বেশি। উদ্যোক্তা তারাপীঠ মন্দির কমিটি। সহযোগিতায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। সামিল স্থানীয়রাও।
কবিগুরুর খোল দ্বার খোল গান, নাচ আর নানা রঙের আবির উড়বে তারাপীঠের আকাশে বাতাসে। প্রতি বছর যেভাবে বসন্তকে স্বাগত জানায় শান্তিনিকেতন। এবার সেই একই ছবি দেখা যাবে তারাপীঠেও। মন্দির কমিটির উদ্যোগে পালিত হবে দ্বিতীয় বসন্ত উৎসব। শান্তিনিকেতনে এবার বসন্ত উৎসব হচ্ছে না তাই এবার তারাপীঠে ভিড় বাড়বে বলে দাবি উদ্যোক্তা দের। তারাপীঠের হোটেল গুলিতেও বুকিং বাড়তে শুরু করেছে গতকাল সন্ধের পরথেকে।হোটেল ব্যাবসায়ী সমিতি আজ বিশেষ মিটিং ও করেন করোনা ভাইরাস নিয়ে দোল উৎসবে বেশি ভিড় হলে কি ভাবে সামাল দেবে তারা, তা নিয়ে চলে আলোচনা। তবে আবেগ প্রিয় বাঙালি ডোন্ট কেয়ার করোনা, যা হবে দেখা যাবে এই ভেবেই বসস্ত উৎসবের আনন্দ নিতে ভিড় করবে তারাপীঠে, জানিয়েছেন পর্যটকরা। প্রস্তুত পুলিশ প্রশাসনও। তবে এখন অপেক্ষা শুধু ওই দিনের।
SUPRATIM DAS
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Holi, Shantiniketan