#রায়গঞ্জ: করোনাকে জয় করে সুস্থ হয়ে ফিরে এসে নিজেদের কাজে যোগ দিলেন রায়গঞ্জ থানার বড়বাবু সহ সাত পুলিশ কর্মী। শুক্রবার করোনাজয়ী পুলিশ আধিকারিক সহ কর্মীদের সম্বর্ধনা দিলেন রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা। নিজেদের সহকর্মীদের কাছ থেকে এধরনের সম্বর্ধনা পেয়ে খুশী করোনা জয়ী পুলিশ কর্মীরা।
করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের পুলিশ কর্মীরা। করোনা সংক্রমণ প্রতিরোধে লড়াই করতে গিয়ে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক সহ পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হয়েছেন করোনায়। রায়গঞ্জ থানার দুজন পুলিশ অফিসার সহ সাতজন পুলিশ কর্মীও আক্রান্ত হয়েছিলেন করোনায়। কোভিড হাসপাতালে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে দীর্ঘদিন হোম কোয়ারেন্টাইনে থেকে শুক্রবার রায়গঞ্জ থানায় কাজে যোগ দিলেন ওই সাতজন পুলিশ কর্মী। তাঁদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সাদর অভ্যর্থনা জানালেন রায়গঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্মী ও অফিসারেরা। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা জানান, ওই সাতজন পুলিশ কর্মী করোনাকে জয় করে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আজ তাঁরা রায়গঞ্জ থানায় কাজে যোগ দেন। তাদের ও অন্যান্য পুলিশ কর্মীদের কাজে উৎসাহ দিতেই সম্বর্ধনা জ্ঞাপনের ব্যাবস্থা করা হয়েছে। আই সি এই ধরনের উদ্যোগে উৎসাহিত বোধ করছেন পুলিশ কর্মীরা।
Uttam Paul
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Police, Raiganj