হোম /খবর /দেশ /
রাজসূয় যজ্ঞের প্রস্তুতি, পুজো করে নারকেল ফাটিয়ে শুরু টিকা বন্টন

রাজসূয় যজ্ঞের প্রস্তুতি, পুজো করে নারকেল ফাটিয়ে শুরু টিকা বন্টন

যেন রাজসূয় যজ্ঞ, পুজো করে নারকেল ফাটিয়ে শুরু হল করোনা টিকা বন্টন

যেন রাজসূয় যজ্ঞ, পুজো করে নারকেল ফাটিয়ে শুরু হল করোনা টিকা বন্টন

হাতে আর চার দিন৷ তারপরেই দেশ জুড়ে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ পুণে বিমানবন্দর থেকে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি ও লখনউ-সহ দেশের ১৩টি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে টিকা৷ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#পুণে: হাতে আর চার দিন৷ তারপরেই দেশ জুড়ে করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়ে যাবে৷ পুণে বিমানবন্দর থেকে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গৌহাটি ও লখনউ-সহ দেশের ১৩টি কেন্দ্রে পৌঁছে যাচ্ছে টিকা৷ মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ৷

প্রথম ধাপে ভারতে মোট ৩০ কোটি মানুষের শরীরে এই টিকা প্রয়োগ করা হবে। এদিন ভোর পাঁচটার সময় পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) কড়া পুলিশি নিড়াপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত মালবাহী তিনটি ট্রাক ছাড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে৷

ট্রাক পিছু ৪৭৮টি করে করোনা টিকার বাক্স বোঝাই করা হয়৷ প্রতিটি বাক্সের ওজন ৩২ কেজি৷ এসআইআই থেকে ট্রাক ছাড়ার আগে প্রথামাফিক পুজো সেরে নারকেল ফাটানো হয়৷ পুণে বিমানবন্দরও ট্যুইট করে জানিয়ে দেয় যে, দেশব্যাপী টিকা বন্টনের জন্য তাদের বিমান প্রস্তুত৷

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জোড়া ট্যুইট করেন৷ প্রথম ট্যুইটে তিনি লেখেন, "সিভিল অ্যাভিয়েশন সেক্টরের কাছে আরও একটি মিশন৷ স্পাইসজেট ও গো এয়ারের বিমান পুণে থেকে চেন্নাই ও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে৷"

অন্য ট্যুইটে তিনি লিখলেন, "এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, গো এয়ার, ইন্ডিগোর ৯টি বিমান দিল্লি, চেন্নাই, কলকাতা, গুয়াহাটি, শিলং, আহেমদাবাদ, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, পটনা, বেঙ্গালুরু, লখনউ ও চণ্ডীগড়ে পৌঁছে দেবে ৫৫.৬ লক্ষ ডোজ৷"

Published by:Subhapam Saha
First published:

Tags: Covid 19 Vaccine