হোম /খবর /কলকাতা /
বিমানবন্দরেই এবার হবে করোনা পরীক্ষা, আড়াই ঘণ্টার মধ্যে মিলবে রিপোর্ট

বিমানবন্দরেই এবার হবে করোনা পরীক্ষা, আড়াই ঘণ্টার মধ্যে মিলবে রিপোর্ট

File Photo

File Photo

সাধারণত বিমানযাত্রার ২ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হয়। কিন্তু RTPCR রিপোর্ট না থাকলে যাত্রীদের আসতে হবে আরও তাড়াতাড়ি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সেপ্টেম্বরেও করোনার বাড়বাড়ন্ত অব্যাহত। ভারতে দৈনিক সংক্রমণে রোজই রেকর্ড হচ্ছে। এই অবস্থায় বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার কয়েকজন যাত্রীর দেখা মিলল, যাদের মধ্যে অনেকেই করোনা বিধি ঠিকমতো না জানায় উড়ান ধরতে পারেননি।

কেন্দ্র নির্দেশ জারি করেছে, দেশের সব বিমানবন্দরে এবার করোনা পরীক্ষা করা হবে ৷ আড়াই ঘণ্টার মধ্যেই মিলবে করোনা রিপোর্ট ৷ রিপোর্ট নেগেটিভ হলে তবেই বিমানে ওঠার অনুমতি ৷ সাধারণত বিমানযাত্রার ২ ঘণ্টা আগে বিমানবন্দরে আসতে হয়। কিন্তু RTPCR রিপোর্ট না থাকলে আসতে হবে আরও তাড়াতাড়ি।

নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের

1.বিমানবন্দরেই হবে করোনা পরীক্ষা

2.দেশের সব বিমানবন্দরে এবার করোনা পরীক্ষা3.জরুরি বিমানযাত্রার ক্ষেত্রে যাত্রীদের সুবিধা দেওয়া হবে4.আড়াই ঘণ্টার মধ্যেই মিলবে করোনা রিপোর্ট5.রিপোর্ট নেগেটিভ হলে তবেই বিমানে ওঠার অনুমতি মিলবে6.বিমানবন্দরেই নমুনা সংগ্রহের কেন্দ্র ও ওয়েটিং লাউঞ্জ7.করোনা পরীক্ষার খরচ যাত্রীকেই বহন করতে হবে8.করোনা পরীক্ষার জন্য আগে থেকে রেজিস্ট্রেশন

বিমানযাত্রার ৯৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই বিমানে ওঠা যাবে। সেক্ষেত্রে ২ ঘণ্টা আগে বিমানবন্দরে এলেই হবে। করোনা রিপোর্ট থাকলে বিমানযাত্রার ৯৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করা হবে ৷ রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই বিমানযাত্রার অনুমতি মিলবে ৷  অন্তত ২ ঘণ্টা আগে বিমানবন্দর পৌঁছলেই হবে ৷

তথ্য-শালিনী দত্ত

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, Kolkata Airport