#কলকাতা: ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল । কিন্তু যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে জুলাই মাসেও স্কুল বন্ধই রাখতে হবে বলে মনে করছে রাজ্য সরকার। বুধবার নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে নির্ধারিত দিনে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি । কিন্তু মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না । তবে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে৷' প্রসঙ্গত, দিন কয়েক আগেই সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান , উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা হবে ২, ৬ এবং ৮ জুলাই ।
এ দিকে , করোনা সংক্রমণ রুখতে গত মার্চের মাঝামাঝি থেকে দেশের সমস্ত স্কুল-কলেজ বন্ধ । দফায় দফায় লকডাউনের জেরে ফের কবে তা খুলবে , তা নিয়ে চিন্তায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ , অভিভাবক-সহ দেশের ৩৩ কোটি পড়ুয়া । পশ্চিমবঙ্গের পড়ুয়াদের চিন্তা লাঘব করতে ২৭ মে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, ৩০ জুন পর্যন্ত রাজ্যে স্কুলগুলি ছুটি থাকবে । পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও ছুটি ঘোষণা করা হয় । আজ মুখ্যমন্তী জানান, ৩০ জুনেও সম্ভবত খুলবে না স্কুল । এমনকি জুলাই মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার সম্ভাবনা নেই । তবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Corona Pandemic, Schools in West Bengal remain closed