হোম /খবর /কলকাতা /
৩১ জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

৩১ জুলাই পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

File Image

File Image

তবে স্কুল,কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: জুলাই মাসেও খুলছে না স্কুল ৷ ৩১ জুলাই পর্যন্ত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জুলাই মাসে স্কুল কলেজ আদৌও খোলা যাবে কিনা সেই নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ৷ একইসঙ্গে জুলাই মাসে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়েও গুরুত্বপূর্ণ কথা বলেন শিক্ষামন্ত্রী৷

মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন, ‘শুধু জুন মাস শেষ হলেই নয়, রাজ্যে ৩১ জুলাই পর্যন্ত কোনও স্কুল-কলেজ খুলবে না। তবে স্কুল,কলেজে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের কাজ চলবে ৷ বিজ্ঞপ্তির ধারা অপরিবর্তিত থাকবে ৷’ করোনা পরিস্থিতিতে মার্চ মাসের মাঝামাঝি থেকেই বন্ধ হয়ে যায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ৷

অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো ভবিষ্যৎ কী? মঙ্গলবার এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন " উচ্চমাধ্যমিক নিয়ে আমাদের প্রস্তুতি আছে কিন্তু ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য দেখেই ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট,অন্যান্য বোর্ড বা অন্যান্য রাজ্যগুলির ওপরেও আমরা নজর রাখছি।’ ২৬-২৭ জুন পরীক্ষা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ৷ অন্তত করোনা ভাইরাস সংক্রমণ পর্যায় রাজ্য স্কুল শিক্ষা দফতর কেন্দ্রীয় বোর্ডগুলোর পদক্ষেপের ওপর নজর রাখছে। এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে। অন্তত করোনা ভাইরাস সংক্রমণ পর্যায় রাজ্য স্কুল শিক্ষা দফতর কেন্দ্রীয় বোর্ডগুলোর পদক্ষেপের ওপর নজর রাখছে। এমনটাই খবর রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে।

সম্প্রতি আইসিএসই বোর্ডে নির্দেশিকা ও তার সঙ্গে সিবিএসই পরীক্ষা বাতিলের দাবি নিয়ে অভিভাবকদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আপাতত ভাবাচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরকে। মঙ্গলবার সিবিএসই পরীক্ষা ব্যাপারে তাদের মতামত জানানোর কথা থাকলেও বোর্ডের তরফে জানানো হয়েছে ২৫ জুনের মধ্যেই তারা তাদের চূড়ান্ত মতামত জানাবে সুপ্রিম কোর্টকে। তাই আপাতত সিবিএসই বোর্ড কি পদক্ষেপ নেয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যতের জন্য সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতর । যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে পরীক্ষা হচ্ছে তা ধরে নিয়েই প্রস্তুতি চূড়ান্ত করতে বলা হয়েছে ।

Published by:Elina Datta
First published:

Tags: Coronavirus, Schools Close