হোম /খবর /বিদেশ /
‌করোনা হিরো!‌ রোজ পাঁচ মাইল পথ হেঁটে অভুক্ত পড়ুয়াদের খাবার দিচ্ছেন শিক্ষক

করোনা হিরো!‌ রোজ পাঁচ মাইল পথ হেঁটে অভুক্ত পড়ুয়াদের খাবার দিচ্ছেন শিক্ষক

পৃথিবীর বেশিরভাগ দেশ যখন করোনা আক্রান্ত তখন এই পদক্ষেপ সত্যিই মানুষের মনে নতুন করে বাঁচার আশা দিচ্ছে।

  • Share this:

#‌গ্রিম্সবি:‌লকডাউনে রয়েছে গোটা বিশ্ব। তবু তার মধ্যে নিজের কাজ করে চলেছেন অনেক। মানুষের কাছে তাঁদের হাত ধরেই পৌঁছে যাচ্ছে জরুরি পরিষেবা। তাঁরা আছেন বলেই অনেকে এখনও খাবার পাচ্ছেন নিয়মিত।

সম্প্রতি এমনই এক শিক্ষকের খবর সামনে এসেছে। যিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র পড়ুয়াদের খাবার পৌঁছে দিতে রোজ হাঁটছেন পাঁচ মাইল রাস্তা। জেন পাওয়েল, পেশায় ‌গ্রিম্সবি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনিই রোজ ৭৮ জন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়ার কাছে পৌঁছে দিচ্ছেন খাবার। রোজ সঙ্গে নিয়ে বেরোচ্ছেন স্যান্ডুইচ, আরও অন্যসব কিছু।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে, স্কুলের ক্যাটারিং কন্ট্রাক্টর এই খাবারগুলি পৌঁছে দিচ্ছেন শিক্ষকরে বাড়িতে। আর তারপর সেই খাবার নিয়ে বেরিয়ে পড়ছেন তিনি।

স্থানীয়রা তাঁকেই করোনা হিরো হিসাবে উল্লেখ করেছেন। শিক্ষক জানিয়েছেন, ‘‌আমার কাজ পড়ুয়াদের শিক্ষিত করে তোলা।পাশাপাশি তাঁদের সবদিকের খেয়াল রাখাও আমার অন্যতম কাজ। আমি সেই দায়িত্বই পালন করছি, একটু অন্যরকম করে।’ এছাড়াও তিনি জানিয়েছেন, এর ফলে অনেককেই বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। সবাই মিলে বাড়িতে এই করোনা আতঙ্কের সময় নিরাপদে থাকতে পারছেন সকলে।

এছাড়াও, এই স্কুলের অপর কর্মচারী কিম লিচ, তিনিও খাবার পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। তিনিও সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‌আমি জানি, এমন অনেক পরিবার আছে, যাঁদের কাছে খাবারের পরিমাণ খুবই কম। তাই এখন এই দায়িত্ব পালন করা খুবই দরকার।’‌

পৃথিবীর বেশিরভাগ দেশ যখন করোনা আক্রান্ত তখন এই পদক্ষেপ সত্যিই মানুষের মনে নতুন করে বাঁচার আশা দিচ্ছে।

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Coronahero, England, Lockdown