#কলকাতাঃকরোনা আতঙ্কে কাঁটা বিশ্ব। পৃথিবীর একাধিক দেশে লক ডাউন থাকলেও, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে পরিস্থিতি কত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তার অপেক্ষায় বিশ্ববাসী।
এদিকে, মোকাবিলায় কোনও খামতি রাখতে চায়না রাজ্য সরকার। আগামী ১৪ পর্যন্ত লক ডাউনে দেশ। যদি পরিস্থিতি যা রূপ নিয়েছে তাতে আদৌ লক ডাউন উঠবে কিনা সে নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তেমনই ইঙ্গিত দিয়েছেন। বুধবার তিনি জানান, লক ডাউনের মেয়াদ যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে মানুষকে সচেতন হয়ে চলতে হবে। পরিস্থিতি দমবন্ধ করা হলেত, তা মেনে নিতে হবে।
বৃহস্পতিবার নবান্নে করোনা পরিস্থিতি নিয়ে শিল্প ও বাণিজ্য সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবিলায় লক ডাউনের সময়সীমা আরও বাড়তে পারে। মমতা আরও বলেন, এই পরিস্থিতিতে স্কুল খোলার কোনও সম্ভাবনা নেই। তবে মে মাসের শুরুতেই স্কুলগুলিতে মিড ডে মিল পৌঁছে যাবে।
Published by:Shubhagata Dey
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।