#হায়দরাবাদ: COVID 19 -র সংক্রমণে সারা পৃথিবীর অবস্থা নাজেহাল ৷ পৃথিবীর বিভিন্ন দেশে চলছে পর্বে পর্বে লকডাউন ৷ ভারত সোমবার থেকে চতুর্থ পর্বের লকডাউনে ঢুকে যাবে ৷ টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ৷
এই লকডাউনের জেরে স্বামী শোয়েব মালিকের সঙ্গে দেখা নেই তাঁর ৷ তবে তিনি নিজেকে নিয়ে চিন্তা করেননি ৷ তাঁর চিন্তা তাঁর খুদে ইজহানকে নিয়ে ৷ তিনি তাঁর ছেলেকে নিয়ে হায়দরাবাদের বাড়িতে রয়েছেন ৷ অন্যদিকে ৷শোয়েব মালিক রয়েছেন পাকিস্তানে নিজের বাড়িতে ৷
তিনি জানিয়েছেন ইজহানের জন্য তাঁর বাবাকে এতদিন ধরে ছেড়ে থাকা একেবারেই সহজ নয় ৷ এত ছোট বাচ্চার পক্ষে তাঁর বাবা বা মাকে ছেড়ে থাকা কষ্টদায়ক ৷ তবে তিনি এত বলেছেন, ‘ কিছুই করার নেই, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে রাখতে হয়েছে ৷ ’
তিনি আরও বলেছেন, ‘ইজহানের সঙ্গে এই বিষয় নিয়ে ডিল করাটা শক্ত ,যে ও ওঁর বাবার সঙ্গে নেই৷ শোয়েব পাকিস্তানে আটকে আছে ৷ আমি এখানে, আমি জানি না ও আর কোনওদিন ওর বাবাকে দেখতে পাবে কিন ৷ ’
তিনি বলেছেন যদিও রোজই বাবা শোয়েব মালিকের সঙ্গে কথা হয় ছেলের ৷ ভার্চুয়াল দুনিয়াতেই জড়িয়ে ধরে বাবা-র সঙ্গে হাত মেলায় সে ৷
আসলে শোয়েবের মা বৃদ্ধা ৷তাঁর বয়স ৬৫ বছর তাই তিনি মাকে ছেড়ে আসতেও পারছেন না ৷ শোয়েবের জন্যেও সময়টা খুবই খারাপ, কারণ এই অবস্থায় নিজের সন্তানকে অন্যত্র ছেড়ে রাখা মোটেই সুখানুভূতি নয় ৷ শোয়েব জানিয়েছেন এই অতিমারি থেকে দ্রুত মুক্তি চান তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।