#নয়াদিল্লি: টিভিতে বিজেপির মুখপাত্র হিসাবে তাঁকে দেখে মানুষ অভ্যস্ত। এবার সেই হেভিওয়েট বিজেপি নেতা সম্বিত পাত্রই করোনার উপসর্গ নিয়ে ভর্তি হলেন হাসপাতালে। গুরগাঁওয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর।
সূত্রের খবর বৃহস্পতিবার বিজেপি মুখমাত্রের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত এখনও তেমন কিছু জানা যায়নি।
সাধারণত টেলিভিশন চ্যানেলে ও সোশ্যাল মিডিয়ায় তিনি নিয়মিত তিনি দলের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। আর সেই কারণেই সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত গেরুয়া শিবিরের লোক।
প্রসঙ্গত সম্বিত পাত্র নিজেও একজন শল্যচিকিৎসক। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি পুরী আসন থেকে বিজেপির হয়ে লড়াই করেন। কিন্তু বিজেডি প্রার্থী পিনাকী মিশ্রের কাছে পরাজিত হন। এর আগেও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে করোনা কাবু করেছে। এনসিপি নেতা জিতেন্দ্র আওয়াধ ও কংগ্রেস নেতা করোনা অশোক চৌহান করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Sambitpatra