#মু্ম্বই: অন্য অবতারে বলিউডের সুপারস্টার সলমন খান ৷ লকডাউনের বাজারেও খবরের শিরোনামে ভাইজান ৷ যদিও আনলক ২.০ এখন সারা দেশে বলবৎ ৷ তবুও কন্টেইনমেন্ট জোনে কড়া লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কিছু সময় ধরেই সলমন রয়েছেন তাঁর ফার্ম হাউজেই৷ এই সময়েই তাঁর অন্য আবতারের ছবি প্রকাশ্যে এসেছে ৷ তাঁর বান্ধবী লুলিয়া ভান্তুরের সঙ্গে বেশ খানিকটা মধুর সময় কাটাচ্ছেন ৷
View this post on InstagramDaane daane pe likha hota hai khane wale Ka naam... jai jawan ! jai kissan !
View this post on InstagramFollowing the Legend........ My Maalik @Beingsalmankhan #Salmankhan #Legend #Sheraa #Beingsheraa
এরই মাঝে বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ৷ সলমন খানের দেহরক্ষী শেরা বেশ কিছু ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করছেন ৷ ছবিতে ও ভিডিওতে সলমনের অন্য রূপ দেখে বেশ ভাল লাগছে ভক্তদের ৷
অন্য রূপ অর্থাৎ চাষবাসের কাজ সলমন খান করছেন ৷ কৃষকদের সম্মান জানিয়েছে জয় কিশান ধ্বনিও তাঁর মুখে শোনা গিয়েছে ৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লুলিয়া ভান্তুরও তাঁর অন্য ভাল লাগার মুহূর্তগুলিকে পোস্ট করেছেন ৷ সেই ছবিতেই উঠেছে ঝড়, ভক্তদের অত্যন্ত পছন্দ হয়েছে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Coronavirus, Salman Khan