হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
স্যানিটাইজার দিয়ে শুরু সলমন খানের নতুন ব্র্যান্ড FRSH-এর যাত্রা

স্যানিটাইজার দিয়ে শুরু সলমন খানের নতুন ব্র্যান্ড FRSH-এর যাত্রা, ঘোষণা সুপারস্টারের

সলমনের নতুন ব্র্যান্ড ফ্রেশ

সলমনের নতুন ব্র্যান্ড ফ্রেশ

গতকালই গভীর রাতে ঘোষণা করেছেন সলমন খান

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডের সুপারস্টার সলমন খান পা রাখলেন নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ৷ তাঁর নতুন সংস্থার নাম ফ্রেশ FRSH, ২৪ মে ২০২০, গভীর রাতে তাঁর সৌন্দর্য ও পার্সোনাল কেয়ার প্রোডাক্ট FRSH লঞ্চ করেছেন ৷ সেই মর্মে ঘোষণাও করেছেন ৷ তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন প্রাথমিক ভাবে ডিওডোরেন্ট প্রস্তুত করার কথা ভেবেছিলেন ৷ কিন্তু সময়ের দাবিতেই হ্যান্ড স্যানিটাইজার নিয়েই বাজারে আসছে তাঁর নতুন সংস্থা ৷ করোনা ভাইরাসের কারণে বিশ্ব জুড়ে যে মহামারীর সৃষ্টি হয়েছে তাতে হ্যান্ড স্যানিটাইজার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার বলেই মনে করেন সলমন ৷

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে বলতে পারা যায় যে সারা পৃথিবী জুড়ে ৫৪ লক্ষেরও বেশি মানুষ করোনার জীবাণুতে আক্রান্ত হয়েছেন ও ৩.৪৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ৷ সলমন খান এও জানিয়েছেন স্যানিটাইজারের পরেই ডিওডোরেন্ট, বডি স্প্রে, সুগন্ধি-সহ একাধিক প্রোডাক্ট লঞ্চ করা হবে ৷ সলমন জানিয়েছেন বর্তমানে FRSH স্যানিটাইজারস (৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে) ৷ ওয়েবসাইটে বিস্তারিত বিবরণ পাওয়া যাবে, প্রাথমিক ভাবে ওয়েবসাইটেই কিনতে পাওয়া যাবে এই প্রোডাক্ট, পরে নিকটবর্তী দোকানেও কিনতে পাওয়া যাবে ৷ FRSH এর ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ১০০ মিলি বোতলের দাম ৫০ টাকা, ৫০০ মিলির দাম ২৫০ টাকা ৷

ওয়েবসাইট সূত্রে জানতে পারা গিয়েছে কম্বো প্যাক কিনলে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Coronavirus, COVID-19, Salman Khan