#মুম্বই: করোনার জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ১০০ শতাংশ আসন সংখ্যা নিয়েই খুলছে সিনেমা হল। আর করোনা পরবর্তীতে সম্ভবত মহারাষ্ট্রের সিনেমা হলগুলি পুনরায় খোলার পরে সিনেমা হলে বলিউডের যে বড় ছবি মুক্তি পাচ্ছে সেটি হল 'রুহ আফজানা'। এই ছবিতে জাহ্নবী কাপুর ও রাজকুমার রাও রয়েছেন। যেহেতু মহারাষ্ট্র সরকার প্রেক্ষাগৃহগুলি খোলার অনুমতি দেয়, তাই বেশ কয়েকটি বড় বলিউড চলচ্চিত্র মার্চ থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এর আগে অক্ষয় কুমারের 'সুর্যবংশী' বলিউডের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির তালিকায় ছিল।
‘স্ত্রী’-র মেগা-সাফল্যের পরে, রাজকুমার রাও আবার একটি কমেডি হরর ফিল্ম, রুহ আফজানায় অভিনয় করেন। রাজকুমার রাওর নতুন সিনেমাটি পরিচালনা করেছেন হার্দিক মেহতা এবং প্রযোজনা করেছেন দীনেশ বিজান। এই ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, বরুণ শর্মা। ২০২০ সালের ৫ জুন প্রথম এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।
কিন্তু করোনার কারণে এই ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়।
‘সুরজ পে মঙ্গল ভরি’, ‘ম্যাডাম চিফ মিনিস্টার’-র মত ছবি ইতিমধ্যেই বড়পর্দায় রিলিজ করলেও 'রুহ আফজানা' হবে প্রথম এ গ্রেডেড ছবি অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য ছবি ৷ ছবির চিত্রনাট্য স্ত্রী-র মত ভাল হলে তাহলে তা অবশ্যই দর্শকদের ফেরাতে পারবে বলে মনে করছেন কর্মকর্তারা ৷ অতিমারির পরিস্থিতিতে দর্শক এখন চায় বিনোদন ৷ এই মুহুর্তে অনেক সিনেমা হল বন্ধ রয়েছে, তবে ‘রুহ আফজানা’র ঘোষণার সাথে সাথে তারা আবার দর্শকদের জন্য প্রেক্ষাগৃহগুলি খুলে দেবে বলে মনে করছেন তাঁরা ৷