corona virus btn
corona virus btn
Loading

নাচগানের পর এবার আঁকা, মানুষকে ঘরে রাখতে হাতে তুলি ধরল পুলিশ

নাচগানের পর এবার আঁকা, মানুষকে ঘরে রাখতে হাতে তুলি ধরল পুলিশ
দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ায়নি, সেগুলি হলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম৷ PHOTO- FILE

দিনরাত সচেতনতার বার্তা দিয়ে মাইকে প্রচার চালাচ্ছেন পুলিশকর্মীরা

  • Share this:

#ইসলামপুর: লকডাউন পিরিয়ডে কেউ বাড়ির বাইরে বের হবেন না। ঘরে থাকুন সুস্থ থাকুনএই বার্তা দিয়ে মানুষকে সচেতন করতে অঙ্কন শুরু করল ইসলামপুর থানার পুলিশ।

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে দেশ জুড়ে লকডাউন চলছে।সরকার লকডাউন পিরিয়ডে মানুষকে গৃহবন্দী থেকে করোনার বিরুদ্ধে যুদ্ধে ডাক দিলেও একশ্রেণীর মানুষ কিছুতেই সেই আবেদন মানছেন না। আইনভঙ্গ কারিদের বিরুদ্ধে  পুলিশ কখনও লাঠি পেটা, কখন ও গ্রেপ্তার করতে হচ্ছে।

এছাড়াও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দিনরাত সচেতনতার বার্তা দিয়ে মাইকে প্রচার চালাচ্ছেন।তাতেও কাজ না হওয়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ৩৪ নম্বর জাতীয় সড়ক সংযোগ রাস্তায় বেসরকারি বাস ষ্ট্যান্ডের পাশে মানুষকে ঘরে থাকার বার্তা দিয়ে অঙ্কন করল পুলিশ।চিত্র শিল্পী কুটুন কুন্ডু মনে করেন এর মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবেন।ইসলামপুর শহরে বেশ কিছু জায়গায় এধরনের অঙ্কন করা হবে বলে কুটুনবাবু জানিয়েছেন।

Uttam Paul

First published: April 17, 2020, 1:29 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर