#রেবাড়ি :হরিয়ানার রেবাড়ি জেলায় মাথায় হাত নববিবাহিতের পরিবারের । প্রেমের বিয়ের আট দিনের মাথায় এল দুঃসংবাদ ৷ করোনা আক্রান্ত হন সদ্য বিবাহিতা ৷ তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই তাঁর স্বামীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ হরিয়ানার কয়েকটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেশ বেশি হয়েছে ৷
করোনা রিপোর্ট পজিটিভ আসার পর নববধূকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে তাঁর চিকিৎসাও শুরু হয়েছে ৷ তাঁর স্বামী এখন কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ তাঁদের দুজনের সঙ্গে সংস্পর্শে এসেছেন তাঁদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে ৷
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী কালুবাস গ্রামের যুবক, দিল্লির এক তরুণকে বিয়ে করে ৷ এরা দু জনেই প্রেমের বিয়ে সেরেছিলেন ৷ বিয়ের পরেই সে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় ৷ এই মুহূর্তে ওই যুবক-যুবতী কে সুরক্ষিত করে রাখা রয়েছে ৷ শরীরে সংক্রমণ শুরু হতেই তরুণী আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেন ৷ পুলিশ ও প্রশাসন ওই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় ৷ সেখানে তাঁর করোনা সংক্রমণের পরীক্ষা করা হয় ৷ পজিটিভ আসতেই স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি নাজেহাল ৷ কারণ সদ্য বিবাহিত ওই দম্পতির সংস্পর্শে কারা এসেছেন সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাঁদের কাছাকাছি আসা মানুষজনদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে ৷ এই তালিকায় পুলিশ কর্মীও রয়েছেন৷ কিছু লোকের খোঁজ এখনও চলেছে ৷ হরিয়ানার রেবাড়ি জেলায় মঙ্গলবার সকালের যে তালিকা পাওয়া গেছে সেখানে আর ১৮ জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে ৷ মঙ্গলবার পর্যন্ত ২৩ জন করোনা পজিটিভ হয়েছে এই এলাকায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Marriage