হোম /খবর /দেশ /
প্রেমের বিয়ের আনন্দ বদলে আতঙ্ক, নববধূ করোনা সংক্রমিত, স্বামী গেল কোয়ারেন্টাইনে

প্রেমের বিয়ের আনন্দ বদলে গেল আতঙ্কে, নববধূ করোনা সংক্রমিত, স্বামী গেল কোয়ারেন্টাইনে!

বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি জড়ো হতে পারবে না৷ প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ২০ জনের বেশি জড়ো হওয়া যাবে না৷ প্রতীকী ছবি

বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি জড়ো হতে পারবে না৷ প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে ২০ জনের বেশি জড়ো হওয়া যাবে না৷ প্রতীকী ছবি

করোনা সংক্রমণের জেরে এখন গোটা গ্রামে খোঁজ চলছে কারা হতে পারেন সংক্রমিত

  • Last Updated :
  • Share this:

#রেবাড়ি :হরিয়ানার রেবাড়ি জেলায় মাথায় হাত নববিবাহিতের পরিবারের । প্রেমের বিয়ের আট দিনের মাথায় এল দুঃসংবাদ ৷ করোনা আক্রান্ত হন সদ্য বিবাহিতা ৷ তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই তাঁর স্বামীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৷ হরিয়ানার কয়েকটি জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেশ বেশি হয়েছে ৷

করোনা রিপোর্ট পজিটিভ আসার পর নববধূকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে তাঁর চিকিৎসাও শুরু হয়েছে ৷ তাঁর স্বামী এখন কোয়ারেন্টাইনে রয়েছেন ৷ তাঁদের দুজনের সঙ্গে সংস্পর্শে এসেছেন তাঁদেরকে চিহ্নিতকরণের কাজ চলছে ৷

একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী কালুবাস গ্রামের যুবক, দিল্লির এক তরুণকে বিয়ে করে ৷ এরা দু জনেই প্রেমের বিয়ে সেরেছিলেন ৷ বিয়ের পরেই সে নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায় ৷ এই মুহূর্তে ওই যুবক-যুবতী কে সুরক্ষিত করে রাখা রয়েছে ৷ শরীরে সংক্রমণ শুরু হতেই তরুণী আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেন ৷ পুলিশ ও প্রশাসন ওই মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় ৷ সেখানে তাঁর করোনা সংক্রমণের পরীক্ষা করা হয় ৷ পজিটিভ আসতেই স্বাস্থ্য বিভাগের পরিস্থিতি নাজেহাল ৷ কারণ সদ্য বিবাহিত ওই দম্পতির সংস্পর্শে কারা এসেছেন সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাঁদের কাছাকাছি আসা মানুষজনদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে ৷ তাদের কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে ৷ এই তালিকায় পুলিশ কর্মীও রয়েছেন৷ কিছু লোকের খোঁজ এখনও চলেছে ৷ হরিয়ানার রেবাড়ি জেলায় মঙ্গলবার সকালের যে তালিকা পাওয়া গেছে সেখানে আর ১৮ জনের নতুন করে সংক্রমণের খবর পাওয়া গেছে ৷ মঙ্গলবার পর্যন্ত ২৩ জন করোনা পজিটিভ হয়েছে এই এলাকায় ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Marriage