#ওয়াশিংটন: করোনা ভাইরাস নিয়ে গবেষণা চলছে ভাইরাস সংক্রমনের শুরু থেকেই। এবার গবেষণায় উঠে এল বেশ কিছু নতুন তথ্য। বিজ্ঞানীদের দাবি, ভাইরাসের সংক্রমণ হলে শুধু শরীরেই নয়, প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও। সে কারণে, করোনা রোগীদের মানসিক ক্লান্তি আসতে পারে সহজেই।
সম্প্রতি এবিষয়ে একটি গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে নেচার নিউরোসায়েন্স নামের একটি জার্নালে। এই রিপোর্ট অনুযায়ী, লাল রঙের বাহু বিশিষ্ট করোনা ভাইরাসের এই বাহু আসলে স্পাইক প্রোটিন। পরীক্ষা করে দেখা গিয়েছে, মস্তিষ্কের রক্তপ্রবাহের বাধা অতিক্রম করতে সক্ষম এই প্রোটিন। এর থেকেই প্রমাণিত হয়েছে, খুব সহজেই মস্তিষ্কে প্রভাব বিস্তার করতে পারে এই ভাইরাস।
জার্নালে প্রকাশিত প্রবন্ধের প্রধান লেখক, আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটির বিজ্ঞানী উইলিয়ম এ ব্যাঙ্কস বলেন, “স্পাইক প্রোটিন, যা এস-১ প্রোটিন নামেও পরিচিত, শনাক্ত করতে পারে কোন কোষের মধ্যে দিয়ে প্রবেশ করা সম্ভব।”