#নিউ ইয়র্ক: গবেষকরা একটি সারফেস কোটিং তৈরি করেছেন, যেটি সাধারণ বিভিন্ন জিনিসের ওপর রং করার মতো করে মাখিয়ে দিলেই একঘণ্টায় মরবে করোনা ভাইরাস। SARS-CoV-2 মোকাবিলায় এই আশ্চর্য আবিষ্কার করে ফেলেছেন বিজ্ঞানীরা। ACS Applied Materials & Interfaces–নামে একটি পত্রিকায় এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
সেখানে বলা হয়েছে, স্টিল বা কাঁচের ওপর যখন এই বিষয়টি মাখিয়ে দেওয়া হয়েছে, তখন ৯৯ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে। আগেই গবেষণায় প্রকাশিত হয়েছিল কোনও একটি সারফেসে বা তলে ভাইরাসের ড্রপলেট থাকলে সেখান থেকে অনেকেই সংক্রমিত হতে পারেন। সেটি বেশ কিছুক্ষণ টিকেও থাকে। সংক্রমণ এড়াতেই এই বিশেষ সারফেস কোটিংয়ের ব্যবহার করা যাবে। যা ৯৯ শতাংশ করোনা ভাইরাসকে ধ্বংস করবে।
এখনও পর্যন্ত সবচেয়ে বেশি এক ঘণ্টার জন্য পরীক্ষা করা হয়েছে, তবে আরও কম সময়ের ব্যবধানের পরীক্ষাও করা হবে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন। তাঁরা বুঝতে চেষ্টা করছেন, কীভাবে কোনও সারফেস বা তলের ওপর ভাইরাসের প্রভাব কমিয়ে ফেলা যায়। সেই কারণেই এই কোটিং তৈরি করা হয়েছে। এটি প্রয়োগ করার পরে সেটি সামান্য হাত লেগে উঠে যাবে, এমনও নয়। ব্লেড দিয়ে ঘষেও এটিকে তোলা সম্ভব নয়। ফলে দীর্ঘক্ষণের জন্যই সেই বস্তুগুলি ভাইরাস মুক্ত হবে যেগুলিতে এটি মাখিয়ে রাখা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus