#মু্ম্বই: গোটা দেশ এখন করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ৷ প্রতিনিয়ত কোথাও আশার খবর, আবার কোথাও পাওয়া যাচ্ছে দুঃসংবাদ ৷ এই লড়াইয়ে সামিল রিলায়েন্স ফাউন্ডেশনও ৷ দেশের করোনা যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে সম্প্রতি একটি শর্ট ফিল্ম প্রকাশ করা হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ৷ যেখানে সংস্থার চেয়ারপার্সন নীতা আম্বানি জানিয়েছেন, ‘‘অনেক সঙ্কটের মধ্যেই দিন কাটছে আমাদের ৷ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা ৷ তবে এর জন্য আমরা ভেঙে পড়ব না, বরং নিজেদের গড়ে তুলব ৷ করোনা মোকাবিলায় দেশের সঙ্গেই আছে রিলায়েন্স ৷ সবাই মিলে আমরা লড়াই করে করোনাকে হারাব ৷ আমরা জিতব ৷ জয় হিন্দ !’’
দেশে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ইতিমধ্যেই ভারতের সবচেয়ে বড় কোভিড-১৯ পরীক্ষার ল্যাব তৈরি করেছে রিলায়েন্স লাইফ সায়েন্স টিম ৷ যেখানে প্রতিদিন ৩৫০০ কোভিড টেস্ট করা সম্ভব হচ্ছে ৷ পাশাপাশি দেশের প্রথম কোভিড-১৯ স্পেশ্যালিটি হাসপাতালও বানিয়েছে রিলায়েন্স ৷
দৈনিক রিলায়েন্সের কারখানায় তৈরি হয় ১০০০০০ পিপিই এবং মাস্ক ৷ এখনও পর্যন্ত দেশের ৪ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য বিতরণ করেছে রিলায়েন্স ৷ পাশাপাশি লক্ষাধিক পরিবারের কাছে মুদি সামগ্রী পৌঁছে দিয়েছে সংস্থা ৷ এখানেই শেষ নয় , গোটা দেশকেই এই কঠিন সময়ে সংস্থার শক্তিশালী নেটওয়ার্কের সাহায্যে কানেক্টেড রাখতে সফল রিলায়েন্স ৷
CREDIT LIST for Composer and his team Music By - Vishal Mishra Singer - Vishal Mishra Lyrics - Kaushal Kishore Produced & Arranged by - Vishal Mishra Assisted by - Shubhansh Tiwari Mixed & Mastered by - Shadab Rayeen ( New Edge Studios) Assisted by - Abhishek Sortey , Dhananjay Khapekar Assistant @ VM Studios - Kumar Gaurav Singh , Shubahm Srivastav Managed By - Mayur Hasijaনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।