#মুম্বই: এক সপ্তাহ হতে চলল, পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে রেখার বাড়ি৷ বান্দ্রায় তাঁর বাড়ির এক নিরাপত্তাকর্মীর করোনা ধরা পড়ে৷ তারপরই এই পদক্ষেপ নেয় বৃহন্ন মুম্বই কর্পোরেশন৷ তবে এখনও পর্যন্ত রেখা করোনা টেস্ট করাননি৷ বাড়িতে একজন করোনা আক্রান্ত৷ তাই তার সংস্পর্শে আসা সকলেরই উচিৎ করোনার পরীক্ষা করিয়ে নেওয়ার৷ যে কারণে অবহেলা না করে রেখারও উচিৎ করোনা পরীক্ষা করার৷ মন্তব্য করেছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর৷
'রেখা বিখ্যাৎ অভিনেত্রী৷ তাঁর প্রচুর ভক্ত যারা নায়িকার সুস্থতা নিয়ে চিন্তিত৷ তাই রেখার করোনা টেস্ট করানো উচিৎ৷ যে কোনও বেসরকারি ল্যাবে গিয়েই তিনি পরীক্ষা করাতে পারেন৷ আমরা সকলেই চাই তিনি সুস্থ থাকুন', বলছেন কিশোরী পেডনেকর৷
১২ জুন রেখার বান্দ্রার বাংলোয়ে করোনা থাবা ধরা পড়ে৷ ৬৫ বছরের রেখার বাড়িতে কর্মরত নিরাপত্তারক্ষীর দেহে মেলে করোনার জীবাণু৷ রেখার বাংলো সি স্প্রিং তারপর থেকেই বন্ধ করে দেওয়া হয়৷ এবং নিরাপত্তাকর্মীকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়৷
রেখার বাড়িকে আপাতত কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ যেহেতু এটি একটি স্ট্যান্ডালোন, তাই কিছুটা এলাকাই সিল করা হয়েছে৷
এরপরই অন্য ৪জন নিরাপত্তকর্মীরও করোনা টেস্ট করা হয়৷ এরা সকলে আশপাশের বাড়িতে কর্মরত৷
ইতিমধ্যেই বিগ বি, অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি৷ ঐশ্বর্য ও আরাধ্যাও করোনা আক্রান্ত৷ প্রথমদিকে হোম আইসোলেশনে থাকলেও, তাদেরকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷