#কলকাতা: রাজ্যে একদিনে করোনা সংক্রমণের ক্ষেত্রে ফের নতুন রেকর্ড৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ৬৬৯ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৬৪৯৷ গত কয়েকদিন ধরেই রোজ নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-এর উপরেই থাকছে৷
শুধু নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নয়, গত চব্বিশ ঘণ্টায় ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে৷ ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭৷
শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,৪৮৮৷ তবে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৬২০০৷ সুস্থতার হার ৬৬.২৩ শতাংশ৷
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮২ জন৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণাতেও গত চব্বিশ ঘণ্টায় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন৷ নতুন করে যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৮ জন কলকাতার৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণার ৩ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগণার ২ বাসিন্দাও গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus