হোম /খবর /দেশ /
ঋণের EMI ছাড়ের বিষয়ে আরবিআইয়ের নির্দেশিকার প্রেক্ষিতে শীর্ষ আদালতের নোটিস

ঋণের EMI ছাড়ের বিষয়ে আরবিআইয়ের নির্দেশিকার প্রেক্ষিতে কেন্দ্র-রিজার্ভ ব্যাঙ্ককে নোটিস শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্ট ৷ ফাইল ছবি ৷

সুপ্রিম কোর্ট ৷ ফাইল ছবি ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ঋণ সংক্রান্ত বিষয়ে আরবিআইয়ের নির্দেশিকার পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষ আদালত রিজার্ভ ব্যাঙ্ককে জবাব তলব করেছে ৷ এই মামলায় আরও স্বচ্চতার প্রয়োজন আছে এমনটাই মানে সুপ্রিম কোর্ট ৷ গত মার্চ মাসে আরবিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ব্যাঙ্ক-সহ অন্যান্য আর্থিক সংস্থা আগামী ৩ মাস অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মে ২০২০ পর্যন্ত ঋণগ্রহীতার কাছ থেকে কোনও রকমের ইএমআই নেবে না ৷ করোনা ভাইরাসের ভয়াবহতা পর্যালোচনা করেই সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পপতিদেরও এই ছাড় দেওয়া হয়েছিল ৷

CREDAI বা কনস্ট্রাকশন বিজনেসের বিল্ডার্স সংস্থা ৷ সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছে ৷ মামলার বিষয়বস্তু এই যে NBFC (Non Banking Financial Companies) অর্থাৎ ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও আর্থিক সংস্থা আরবিআইয়ের এই নির্দেশিকা মানছেনা ৷ সংস্থার পক্ষ থেকে ঋণগ্রহীতার থেকে ইএমআই দিব্যি নিচ্ছে ৷ এই মর্মেই মামলা করা হয়েছে যার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আরবিআই ও কেন্দ্রের জবাব তলব করেছে ৷

মামলায় উল্লেখ করা হয়েছে মার্চে আরবিআই যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ NBFC-এর উপরে কার্যকর হবে না হবেনা ? এই বিষয়ে সুপ্রিম কোর্টেরও মত আরও স্বচ্ছতা প্রয়োজন ৷ তাই জবাব তলব করেছে ৷

আরবিআই পয়লা মার্চ মোরেটোরিয়ামের অন্তর্গত টার্ম লোন, ক্রেডিট কার্ডের কিস্তির ক্ষেত্রেও তিনমাসের ছাড় দিয়েছিল ৷ সমস্ত রকমের বাণিজ্যিক, আঞ্চলিক, গ্রামীণ, এনবিএফসি ও স্মল বা ক্ষুদ্র ফাইন্যান্সের ক্ষেত্রে সমস্ত রকমের টার্মলোনের ইএমআইয়ের তিন মাসের স্থগিতাদেশ দিয়েছিল ৷

কিছুদিন আগেই রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছিলেন শক্তিকান্ত দাস সমস্ত ব্যাঙ্কের সঙ্গে বৈঠকের পর মোরেটোরিয়ামের সময়সীমা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে ৷ পিএফের টাকা তোলার ক্ষেত্রে দেওয়া হতে পারে ছাড়ও ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Central Goverment, RBI, Supreme Court