#লখনউ: কথা ছিল ৩০ এপ্রিল হবে ভূমি-পুজো আর তারপর থেকে শুরু হবে রাম মন্দির গড়ার কাজ৷ কিন্তু সেই সিদ্ধান্তে থেকে পিছিয়ে এল রাজ জন্মভূমি ট্রাস্ট৷ দেশজুড়ে মাথা চাড়া দিয়েছে করোনা৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা৷ এরমধ্যে আর মন্দির নির্মাণের কাজ শুরু না করার পক্ষেই মত দিয়েছেন রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচীব চম্পন রায়৷
এখন দেশের যা পরিস্থিতি তাতে মন্দিরের জন্য ভূমি পুজো করা সম্ভব নয়৷ কারণ এই পুজো করতে গেলেই জমায়েত হবে যা লকডাউনের মধ্যে সম্ভব নয়৷ পাশাপাশি ভিড় থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার মারাত্মক আশঙ্কা৷ তবে এর অনেক আগে থেকেই রামমন্দির তৈরির দিনক্ষণ ঠিক হয়েছিল৷ চৈত্র নবরাত্রির আগের দিন রামলল্লাকে এক নতুন ভবনে প্রতিষ্ঠিত করার কথা হয়৷ এবং বৈশাখের নবরাত্রিতে ভূমি পুজোর মধ্যে দিয়ে মন্দির তৈরি কাজের কথা ছিল৷ এর আগে দেখা গিয়েছে যে লকডাউন শুরু হওয়ার ঠিক পর রামলল্লার মূর্তি সাড়ে ন’কেজির রূপোর সিংহাসেন বসিয়ে আসেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি যেভাবে লকডাউনেক মাঝে মূর্তি স্থানান্তর করেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷
তবে আপাতত আর মন্দিরের কাজ শুরু হচ্ছে না৷ উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৮৷ আক্রান্তের সংখ্যা ১১৩৬৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Ram Mandir