করোনা ভাইরাস সংক্রমণ রুখতে বাতিল করা হচ্ছে বহু ট্রেন৷ এমন কী, আতঙ্কে ট্রেন সফর বাতিল করছেন বহু যাত্রী৷ সংক্রমণ রুখতে জরুরি প্রয়োজন ছাড়া ট্রেনে যাতায়াত না করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষও৷
এই পরিস্থিতিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত রেলের টিকিট বাতিল করলে একশো শতাংশ টাকা ফেরত দেওয়ার কথা জানাল রেল৷ ২১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে ট্রেন সফর বাতিল হলে সেই টিকিটের পুরো দাম ফেরত দেবে রেল৷ টিকিট বাতিলের নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে রেল৷ যাতে টিকিট বাতিলের জন্য অযথা হুড়োহুড়ি না করেন যাত্রীরা৷
বর্তমান নিয়ম অনুযায়ী, টিকিট বাতিলের ৭২ ঘণ্টার মধ্যে কাউন্টার থেকে তার দাম ফেরত নিতে হয়৷ কিন্তু করোনার জন্য সেই নিয়ম বদলে টিকিটের দাম ফেরত নেওয়ার জন্য ৪৫ দিন পর্যন্ত সময় দিচ্ছে রেল৷
করোনা সংক্রমণের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে রেল যেমন অনেক ট্রেন বাতিল করেছে, সেরকমই বহু যাত্রী সফর বাতিল করেছেন৷ এই দুই ক্ষেত্রেই টিকিটের দাম ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল৷
এমনিতেই জনতা কারফিউ-এর জন্য রবিবার রাত দশটা পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার, এক্সপ্রেস, মেল এবং ইন্টারসিটি ট্রেন বাতিল করা হয়েছে৷ শুধু তাই নয়, বিভিন্ন রাজ্যে যে লোকাল ট্রেন চলাচল করে, সেগুলির সংখ্যাও একেবারে কমিয়ে দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, Indian Railways