#নয়াদিল্লি: করোনা (Coronavirus) আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ এ দিন নিজেই ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন কংগ্রেস নেতা৷ রাহুল জানিয়েছেন, করোনার কয়েকটি মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর তিনি পরীক্ষা করান৷ সেই টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের বিধি মেনে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন কংগ্রেস (Congress) সাংসদ৷ রাহুল গান্ধির দ্রুত আরোগ্য় কামনা করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
After experiencing mild symptoms, I’ve just tested positive for COVID.
All those who’ve been in contact with me recently, please follow all safety protocols and stay safe. — Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2021
ভোট প্রচারে অসম, কেরল, তামিলনাড়ুতে গেলেও পশ্চিমবঙ্গে একদিনই প্রচারে এসেছিলেন রাহুল৷ কিন্তু এ রাজ্যে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নিজের সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছিলেন তিনি৷ গতকাল, সোমবারই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ আপাতত দিল্লির এইমস-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
I pray for the good health and quick recovery of Lok Sabha MP Shri @RahulGandhi Ji.
— Narendra Modi (@narendramodi) April 20, 2021
এ দিনই ট্যুইট করে কেন্দ্রীয় সরকারের নতুন ভ্যাকসিন নীতির তীব্র সমালোচনা করেছেন রাহুল গান্ধি৷ তাঁর অভিযোগ, নতুন এই ভ্যাকসিন নীতিতে টিকা যথাযথ ভাবে বিলি হওয়ার বদলে ভ্যাকসিন বণ্টনে আরও বেশি করে অসাম্য তৈরি হবে৷ তাঁর অভিযোগ, নতুন নীতিতে ১৮-৪৫ বছর বয়সিরা আর বিনামূল্যে ভ্যাকসিন পাবেন না৷ সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ ভ্যাকসিন পাবেন, তারও নিশ্চয়তা থাকল না৷ তাঁর অভিযোগ খোলা বাজারে ভ্যাকসিনের দামের উপর কোনও নিয়ন্ত্রণ না রেখেই মধ্য়স্থতাকারীদের সুযোগ করে দিল কেন্দ্রীয় সরকার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Congress, Coronavirus, Rahul Gandhi