#নয়াদিল্লি: দেশে বেড়েই চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ সংক্রমণের দাপট কমাতে লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে ৷ এমন অবস্থায় করোনা ভাইরাস ঠেকাতে প্রয়োজনীয় জিনিসগুলির উপর জিএসটি কর তুলে নেওয়ার আর্জি করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷
সোমবার কেন্দ্র সরকারের উদ্দেশ্যে রাহুল বলেন, করোনার সময়ও মাস্ক, স্যানিটাইজার, সাবান, গ্লাভসের মতো জিনিসে চড়া জিএসটি কর নেওয়া হচ্ছে ৷ দেশের মানুষের কল্যাণে আপাতত এই জিনিসগুলি জিএসটি ফ্রি করে দেওয়ার আবেদন করেছেন কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুল গান্ধি ৷ এদিন ট্যুইটে রাহুল লিখেছেন, ‘কোভিড ১৯ সঙ্কটের সময়ে আমরা লাগাতার সরকারের কাছে আর্জি জানিয়ে আসছি মহামারি উপচারের জন্য যে জিনিসগুলি প্রয়োজনীয় সেগুলি জিএসটি ফ্রি করা হোক ৷ সংক্রমণ থেকে বাঁচতে দেশের গরিব মানুষেরা স্যানিটাইজার, সাবানের মতো জিনিস চড়া দামে জিএসটি দিয়ে কিনছেন ৷ #GSTFreeCorona দাবি নিয়ে আমরা অনড় ৷’ ট্যুইটের সঙ্গেই রাহুল তথ্যও দিয়েছেন করোনার সঙ্গে যুক্ত জিনিস যেমন ব্লাড টেস্ট স্ট্রিপ, হ্যান্ড ওয়াশ, অক্সিজেনের মতো জিনিসেও কত জিএসটি কর দিতে হচ্ছে ৷ সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৬৫৬ ৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন ৷ ৩৬ জনের মৃত্যু হয়েছে ৷#Covid19 के इस मुश्किल वक्त में हम लगातार सरकार से माँग कर रहे हैं कि इस महामारी के उपचार से जुड़े सभी छोटे-बड़े उपकरण GST मुक्त किए जाएँ।बीमारी और ग़रीबी से जूझती जनता से सैनीटाईज़र, साबुन, मास्क, दस्ताने आदि पर GST वसूलना ग़लत है। #GSTFreeCorona माँग पर हम डटे रहेंगे। pic.twitter.com/iXLkw7lMxM
— Rahul Gandhi (@RahulGandhi) April 20, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, COVID-19, GST on COVID-19 equipment, Home Lockdown, Lock Down, Rahul Gandhi, Stay Home