#লন্ডন: করোনা টিকা নিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপ৷ শনিবার উইন্ডসর ক্যাস্টেলে রাজ পরিবারের নিজস্ব চিকিৎসকরা কোভিড টিকা দিয়েছেন ৯৪ বছরের রানি ও ৯৯ বছরের প্রিন্সকে৷ বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে৷
শোনা যাচ্ছে ইংল্যান্ডের আমজনতাকে উৎসাহিত করতেই কোভিড টিকা নিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবরা৷ নিজেদের বয়সের কথা ভেবেই অতিমারীর অধিকাংশ সময়টাই এলিজাবেথ ও ফিলিপ উইন্ডসর ক্যাস্টেলে আইসোলেশনে কাটিয়েছেন৷ প্রথা মেনে প্রতি বছর নরফোকে স্যান্ড্রিংহ্যামের কান্ট্রি রিট্রিট-এ ক্রিসমাসের ছুটি যাপন করেন ব্রিটিশ রানি ও প্রিন্স৷ কিন্তু এই বছর কোভিড নিষেধাজ্ঞার কারণেই উইন্ডসর প্রাসাদে রয়ে গিয়েছেন রাজ-দম্পতি।
বিশ্বের মধ্যে ব্রিটেনেই সর্বপ্রথম করোনা টিকাকরণ শুরু হয়েছে৷ সম্প্রতি এই দেশে করোনার নতুন স্ট্রেন ঘুম উড়িয়ে দিয়েছে৷ ৭০ শতাংশ বেশি সংক্রামক মিউট্যান্ট স্ট্রেন ভয় ধরিয়েছে গোটা বিশ্বের৷ ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩,০১৭, ৪০৯৷ মারণ ভাইরাসে প্রাণ গিয়েছে ৮০ হাজার ৮৬৮ জনের৷ নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৫৯,৯৩৭৷
ব্রিটেন উদ্ভূত নয়া প্রজাতির করোনা নিয়ে আতঙ্কে রয়েছে বিশ্ববাসী। ধীরে ধীরে অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ার ঘটনা আসছে নজরে। করোনা অতিমারির জন্য যে প্রতিষেধক গুলি রয়েছে সেগুলি আদৌ কতটা কার্যকরী সেই নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে একাংশ চিন্তায় রয়েছেন। তবে ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিক্যাল শাখার নতুন গবেষণায় দেখা গিয়েছে, ফাইজার বায়োএনটেক টিকা ব্রিটেন এবং আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনার নয়া স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম।