#জয়পুর: করোনার সঙ্গে কঠিন লড়াইয়ে দেশ ৷ মারণ ভাইরাসকে ঠেকাতে দেশ জুড়ে লকডাউন ৷ সন্দেহভাজনদের কোয়ারেন্টাইন, সামাজিক দুরত্ব ৷ এইভাবেই চলছে লড়াই ৷ কিন্তু এই কোয়ারেন্টাইন টাইমকেই কাজে লাগিয়ে ম্যাজিক তৈরি করে দেখালেন একদল শ্রমিক ৷ তাদের ছোঁয়ায় বদলে গেল রাজস্থানের এক সরকারি স্কুল ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের কোয়ারেন্টাইন সৃষ্টি ৷
কথায় আছে কাজের মানুষেরা কখনও বসে সময় কাটান না ৷ সেটাই আরেকবার প্রমাণ করলেন রাজস্থানের সরকারি স্কুলে কোয়ারেন্টাইনে থাকা একদল শ্রমিক ৷ লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন শ্রমিকেরা৷ বাড়ি না ফিরতে পারা শ্রমিকদের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ এরকমই ভিনরাজ্যের একদল শ্রমিককে কোয়ারেন্টাইন করে সিকার জেলার এক সরকারি স্কুলে রাখা হয় ৷ এদের মধ্যে কারোর বাড়ি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আবার কারোর বিহার ৷
দিনের পর দিন অলসভাবে বসে বসে কাটানোয় অরুচি তাদের ৷ কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়ে স্কুলের সংস্কারের কাজ শুরু করেন তাঁরা ৷ তাদের উৎসাহ দেখে প্রয়োজনীয় জিনিসপত্রও যোগাড় করে দেওয়া হয় ৷ জিনিস হাতে আসতেই ব্রাশ ও রঙের বালতি নিয়ে কাজে নেমে পড়েন ৫৪ জন শ্রমিকের দল ৷ কয়েকদিনের বদলেই ভোল পাল্টে ঝাঁ চকচকে হয়ে উঠেছে স্কুলটি ৷ পলেস্তারা খসে পড়া স্কুলের দেওয়ালে এখন নতুন রঙের পোঁচ ৷ সমস্ত মেরামতির পর স্কুলের বর্তমান চেহারা দেখে বোঝাই মুসকিল এর আগে তার আসল চেহারা কেমন ছিল ৷
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা ৷ কেউ বলেছেন, ‘এরা প্রমাণ করলেন বড় কিছু করার জন্য বড় পকেট নয়, বড় একটা মন দরকার ৷’ লাখো লাখো শেয়ারে রাজস্থানের ওই স্কুলবাড়ির ছবি ও শ্রমিকদের শিল্পকর্ম ঘুরে বেড়াচ্ছে ডিজিটাল দেওয়ালে ৷
Migrant labor were kept in #corona #quarantine in a school in #Sikar, the school hadn't seen a fresh coat of paint in decades, they offered to help, they painted the entire school, this was their way of giving back to the society, the school; this is inspiring, really inspiring ! pic.twitter.com/XRaU0Xdp1j
— Ramandeep Singh Mann (@ramanmann1974) April 22, 2020
Migrant labor were kept in #corona #quarantine in a school in #Sikar, the school hadn't seen a fresh coat of paint in decades, they offered to help, they painted the entire school, this was their way of giving back to the society, the school; this is inspiring, really inspiring ! pic.twitter.com/XRaU0Xdp1j
— Ramandeep Singh Mann (@ramanmann1974) April 22, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Quarantined Labourers