#পঞ্জাব: অনলাইন গেম পাবজির নেশায় বাবার অ্যাকাউন্ট এক এক করে প্রায় ১৬ লাখ টাকা তুলে খরচ করে ফেলেছিল বছর ১৭ এক কিশোর ৷ নিজের চিকিৎসা, ছেলের ভবিষ্যতের কথা ভেবেই টাকা জমিয়েছিলেন ওই কিশোরের বাবা ৷ ভবিষ্যতের জন্য একমাত্র সম্বল ছিল এই সঞ্চয় ৷ তা গেমের নেশায় পুরোটাই উড়িয়ে দিয়েছে ছেলে ৷ শাস্তিস্বরূপ স্কুটার সারাইয়ের দোকানে ছেলেকে কাজে লাগিয়ে দিলেন বাবা ৷ আসলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকার মূল্য বোঝাতে এবং গেমের নেশা কাটাতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে ৷
ঘটনাটি ঘটেছে পঞ্জাবে ৷ লকডাউনের মধ্যে অনলাইন ক্লাসের বাহানায় বাবার ফোন চেয়ে নেয় ১৭ বছরের ওই কিশোর ৷ কিন্তু ক্লাসের বদলে ওই ফোন থেকে অনলাইনে পাবজি খেলত কিশোর ৷ এভাবে ফোন থেকেই জেনে যায় বাবার অ্যাকাউন্ট ডিটেসল ৷ এরপরই অ্যাকাউন্টে ব্যালান্স দেখে সেখান থেকে গেমে খরচের জন্য ১৬ লাখ টাকা তুলে নেয় সে ৷
নিজের চিকিৎসা, ছেলের ভবিষ্যতের পড়াশুনা সহ ভবিষ্যতের সঞ্চয় হিসেবে ওই টাকা কটি জমিয়েছিলেন ওই ব্যক্তি ৷ এর মধ্যে ছিল তাঁর প্রভিডেন্ট ফান্ডের টাকাও ৷ কিন্তু ছেলের কাণ্ডে সবই সাফ ৷ প্রথমে ব্যাঙ্কে থেকে টাকা তুলে নেওয়ার মেসেজ পেয়ে ফ্রড ভেবে ব্যাঙ্ক ও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ওই ব্যক্তি ৷ কিন্তু পরে ফাঁস হয় গুণধরের কীর্তি ৷ যেহেতু ব্যক্তির ছেলে নিজে ওই টাকা তুলে খরচ করেছে তাই মামলা থেকে হাত তুলে নেয় পুলিশ ৷ টাকা ফেরত পাওয়ার সমস্ত আশা জলে ৷
সারাজীবন পরিশ্রম করে এই কটি টাকাই সঞ্চয় করতে পেরেছিলেন পঞ্জাবের ওই ব্যক্তি ৷ এখন সমস্ত সঞ্চয় হারিয়ে অনিশ্চিত তার ভবিষ্যত ৷ পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন আসলে যে কতটা কঠিন, সেই শিক্ষাই দিতে পুরো ঘটনা জানতে পারার পর ছেলেকে একটি স্কুটাই সারাইয়ের দোকানে কাজে পাঠিয়েছেন ওই ব্যক্তি ৷ সঞ্চয় হারিয়ে এতটাই অসহায় পড়ছেন ওই ব্যক্তি যে এখন তিনি নিজের বাবা মাকেও টাকা পাঠাতে পারছেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।