হোম /খবর /দক্ষিণবঙ্গ /
যাত্রী সুবিধার্থে বেসরকারি বাস পরিষেবা চালু করা যেতে পারে, সবুজ সঙ্কেত প্রশাসনের

যাত্রী সুবিধার্থে বেসরকারি বাস পরিষেবা চালু করা যেতে পারে, সবুজ সঙ্কেত প্রশাসনের

যাত্রীবাহী বাস এখনই জেলার বাইরে যেতে পারবে না। কনটেইনমেন্ট জোন বাস চলাচলের আওতার বাইরে থাকবে। বাস চালানোর ক্ষেত্রে চালক, চালকের সহকারী সবাইকেই মুখে মাস্ক পরতেই হবে।

  • Share this:

#বর্ধমানঃ  বাস চলাচল চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলায় সাতজন বাসিন্দার দেহের করোনার সংক্রমণ মিললেও এখনও এই জেলা অরেঞ্জ জোনের মধ্যে পড়ছে। লকডাউন চললেও বেশ কিছু ক্ষেত্রে তা শিথিল করা হয়েছে। তারই মধ্যে পড়ছে এই বাস চলাচল। বর্ধমান শহরে কিছু কিছু জায়গায় দোকান খুলতে শুরু করেছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও খুলছে জামা-কাপড়ের দোকান। বর্ধমানের বড়বাজার পুরাতন চক এলাকায় কিছু পোশাকের দোকান খুলেছে। লক ডাউন চললেও বাসিন্দাদের রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে পুলিশি ধরপাকড় কমেছে। ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক করার পক্ষেই জেলা প্রশাসন।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, বর্ধমান শহর-সহ জেলায় বেসরকারি বাস পথে নামতেই পারে। তবে যাত্রীবাহী বাস এখনই জেলার বাইরে যেতে পারবে না। কনটেইনমেন্ট জোন বাস চলাচলের আওতার বাইরে থাকবে। বাস চালানোর ক্ষেত্রে চালক,  চালকের সহকারী সবাইকেই মুখে মাস্ক পরতেই হবে। বাসে যাত্রীও তুলতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। সে ক্ষেত্রে কুড়ি জনের বেশি যাত্রী তোলা যাবে না। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাসের ভাড়া  কী হবে তা বাস মালিকরাই বসে সিদ্ধান্ত নেবেন। প্রশাসন বাসের ভাড়া বেঁধে দেবে না। তবে জেলার মধ্যে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস কবে থেকে চলবে তা নিয়ে প্রশাসন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। টোটো বা ই-রিকশা চলাচল শুরু করার ব্যাপারেও কোনও আলোচনা হয়নি।

জেলাশাসক জানান, কবে থেকে বেসরকারি বাস পথে নামবে তা বাস মালিকরা বলতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে বাস মালিকদের সঙ্গে এ ব্যাপারে দু এক দিনের মধ্যেই আলোচনায় বসা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১৮ মে থেকে চতুর্থ দফায় যে লক ডাউন শুরু হচ্ছেই তা একরকম নিশ্চিত সকলেই। সেই লক ডাউন কেমন হবে, তাতে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা রাজ্যগুলির সঙ্গে আলোচনা করে ঘোষনা করবে কেন্দ্র। চতুর্থ দফা লক ডাউনের পরিকল্পনা জানার পরই জেলায় বাস-সহ যান চলাচলের ব্যাপারে পদক্ষেপ করতে চাইছে জেলা প্রশাসন।

Saradindu Ghosh

Published by:Shubhagata Dey
First published:

Tags: Bardwan district, Privet bus service