করোনা পরীক্ষার জন্য পরিকাঠামো বাড়াতে বেসরকারি ল্যাবরেটরিগুলিকেও অনুমোদন দিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে করোনা পরীক্ষার জন্য সর্বাধিক কত টাকা নিতে পারবে বেসরকারি পরীক্ষাগারগুলি, সেই দামও বেঁধে দিল কেন্দ্র৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর সুপারিশ অনুযায়ী, কোভিড ১৯ পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবগুলি সর্বাধিক ৪৫০০ টাকা নিতে পারবে৷ আইসিএমআর-এর এই সুপারিশ অনুযায়ী এ দিন সেই বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
দেশে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে শুধুমাত্র সরকারি পরীক্ষাগার দিয়ে বিপুল সংখ্যক সন্দেহভাজনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা কার্যত অসম্ভব৷ বাধ্য হয়েই তাই অত্যাধুনিক পরিকাঠামো রয়েছে এমন বেসরকারি ল্যাবগুলিকে কোভিড ১৯ পরীক্ষা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে৷৪৫০০ টাকার মধ্যে দেড় হাজার টাকা খরচ ধরা হয়েছে সন্দেহভাজনদের স্ক্রিনিং বা প্রাথমিক পরীক্ষার জন্য৷ আর চূড়ান্ত পরীক্ষা বা কনফার্মেশন টেস্টের জন্য ৩০০০ টাকা খরচ ধরা হয়েছে৷
বেসরকারি ল্যাবগুলিতে করোনা পরীক্ষার অনুমোদন দেওয়ার পাশাপাশি করোনা পরীক্ষার কিট দেশেই উৎপাদন করার জন্য বেশ কিছু সংস্থাকে অনুমতি দিয়েছে কেন্দ্র৷ তাঁদের তৈরি কিটের নমুনা পরীক্ষা করে কয়েক দিনের মধ্যেই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজি বা এনআইভি চূড়ান্ত ছাড়পত্র দেবে৷ এই মুহূর্তে বিদেশ থেকে এই কিট আমদানি করতে হচ্ছে৷ দেশেই তার উৎপাদন শুরু হলে জোগান অনেকটাই বাড়বে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, ICMR