#নয়াদিল্লি: আজ, মঙ্গলবার সন্ধে ছ'টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন নিজেই ট্যুইটারেই এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'আজ সন্ধে ৬টায় আমার সহনাগরিকদের একটি বার্তা দেব৷'
কী বিষয়ে তিনি বার্তা দেবেন, প্রধানমন্ত্রী তা স্পষ্ট করে বলেননি৷ তবে মনে করা হচ্ছে উৎসবের মরশুম শুরুর মুখে দেশের করোনা পরিস্থিতি নিয়েই বক্তব্য রাখবেন তিনি৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গিয়েছে, মঙ্গলবারই গত চার মাসের মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে কমেছে৷
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৬,৭৯০৷ একদিনে দেশে মৃত্যু হয়েছে ৫৮৭ জনের৷ দেশে সবমিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমিতের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত৷
তবে সরকার নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে উৎসবের মরশুমে করোনা বিধি যথাযথ ভাবে না মানলে একমাসেই দেশে আরও ২৬ লক্ষ সংক্রমণ ঘটতে পারে৷ তাদের পূর্বাভাস অনুযায়ী, জেলা স্তরে বা আরও বড় আকারে লকডাউন নয়, বরং যথাযথ স্বাস্থ্যবিধি মানলেই আগামী বছরের শুরুর দিকে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Narendra Modi