#নয়াদিল্লি: দেশে করোনাভাইরাস (coronavirus) সংক্রমণ আরও একবার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে৷ ২০২০-র শেষের দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসে করোনার প্রকোপ৷ কিন্তু ফের একবার বহু মানুষ আক্রান্ত হচ্ছে করোনায়৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ মহারাষ্ট্রের (Maharashtra) মতো কিছু কিছু রাজ্যে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে৷ তাই একাধিক সতর্কবার্তা নিতে শুরু করেছেন প্রশাসনিক আধিকারিকরা৷
এই অবস্থায় কী করণীয়, তা ঠিক করতে এক উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi meets on coronavirus issues)৷ যাতে উপস্থিত রয়েছেন সব শীর্ষকর্তারা৷ রয়েছেন ক্যাবিনেট সচিব, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব (PM Modi high level meet)৷ এমনই সূত্রের খবর৷ মূলত করোনা সংক্রমণ রোখা ও টিকাকরণের প্রক্রিয়ায় আরও জোর দেওয়া, এই বৈঠকে আলোচনার বিষয়৷ এর আগে, গত বছর দেখা গিয়েছিল যে, করোনা নিয়ন্ত্রণ করতে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন দেশের প্রধানমন্ত্রী৷ আপাতত সচিব পর্যায়ের বৈঠকে তিনি সম্ভবত বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে কোথায় কী পরিস্থিতি এবং তা মোকাবিলায় কতটা তৈরি দেশ৷
সূত্রের খবর, এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে জিম, মাল্টিপ্লেক্স, শপিং মল বন্ধের কথা চলছে৷ কোনও কোনও জায়গায় মিনি লকডাউনের পথে হেঁটেছে স্থানীয় প্রশাসন৷
আরও পড়ুন Akshay Kumar COVID19: করোনা আক্রান্ত অক্ষয় কুমার, আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইন
টানা ২৫ দিন ধরে ক্রমাগত দেশে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬,৯১,৫৯৭ জন। মোট আক্রান্তের প্রায় ৫.৫৪ শতাংশ। সুস্থতার হারও কমেছে ৯৩.১৪ শতাংশ। দৈনিক সংক্রমণের মতো করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে প্রাণহানিও ঘটেই চলেছে। তবে শনিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা হাঁফ ছেড়ে বাঁচা গিয়েছে। কারণ শনিবার দৈনিক মৃত্যু যেখানে ৭১৪ ছিল, গত ২৪ ঘণ্টায় তা ৫১৩-য় নেমে এসেছে। সবমিলিয়ে করোনার প্রকোপে এখনও পর্যন্ত দেশে ১ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন রোগী প্রাণ হারিয়েছেন। ভারতে এই মুহূর্তে মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
The Prime Minister is taking a high-level meeting now to review the COVID19 related issues and vaccination. All senior officers including Cabinet Secretary, Principal Secretary to PM, Health Secretary, Dr Vinod Paul are participating in the meeting: Sources pic.twitter.com/SjFtPocire
— ANI (@ANI) April 4, 2021
গত একদিনে দেশে যত সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে ৮১.৪২ শতাংশই মহারাষ্ট্র, কর্নাটক, ছত্তীসগঢ়, দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং মধ্যেপ্রদেশ এই ৮টি রাজ্য থেকে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। দৈনিক সংক্রমণে দেশের মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে মহারাষ্ট্র। করোনার প্রকোপে সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৪৪৭ জন। ২৭৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।