#নয়াদিল্লি: করোনা ভাইরাসের দাপট যত বাড়ছে, ততই দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে একের পর এক গুজব। আর সেই গুজবের জেরেই ছড়িয়ে পড়ছে আতঙ্ক।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই ঘরে চাল, ডাল, আলুর মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করতে শুরু করেছেন।বাজারের অবস্থা যেদিকে এগোচ্ছে তাতে এমন চললে কয়েকদিনের মধ্যেই কৃত্রিম খাদ্য সংকট তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আর তা আন্দাজ করেই সাধারণ মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশে ভাষণে তিনি জানালেন, চাল, ডাল, দুধ, ওষুধ সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ যাতে ঠিক থাকে তা নিশ্চিত করতে সবরকম পদক্ষেপ করছে সরকার। ফলে অযথা আতঙ্কিত হয়ে বাড়িতে জিনিস মজুত না করার অনুরোধ করেন তিনি।
প্রধানমন্ত্রীর বার্তা, এতদিন বাজারে গিয়ে যেভাবে কেনাকাটা করতেন, সেভাবেই যেন জিনিস কেনেন সবাই। এর ফলে কালোবাজারি বা খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা কমবে। সবমিলিয়ে করোনা আতঙ্ক কাটানোর সঙ্গে সঙ্গে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী।