হোম /খবর /বিদেশ /
করোনা রোগিদের জীবাণুনাশক রাসায়নিকের ইঞ্জেকশন দেওয়া যায় প্রস্তাব ট্রাম্পের

করোনা রোগিদের জীবাণুনাশক রাসায়নিকের ইঞ্জেকশন দেওয়া যায় প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের

ভয়ানক ভাবনা মার্কিন প্রেসিডেন্টের

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: সমালোচনার মুখে ডোনাল্ড ট্রাম্প ৷ করোনা সংক্রমণের প্রতিকার করার দাওয়াই দিতে গিয়ে তিনি বৃহস্পতিবার হোয়াইট হাউসে জানিয়েছিলেন রোগিদের শরীরে পরিষ্কার করার জিনিস বা রাসায়নিক যা দিয়ে ময়লা বা জীবাণু পরিষ্কার করা হয় তা ইনজেকশান দিয়ে দিতে ৷ পাশাপাশি তিনি শরীরকে আলট্রাভায়োলেট আলোয় রাখার পরামর্শও দিয়েছিলেন ৷

ট্রাম্প ফিনান্স ও রিয়াল এস্টেট নিয়ে পড়াশুনো করেছেন সেটা নিয়ে কাজ করেছেন৷ তাঁর করোনার চিকিৎসা নিয়ে এ ধরণের মন্তব্যে চাঞ্চল্য ৷ ডেটলের মতো সংস্থা এর ঘোর প্রতিবাদ করে জানিয়েছে এরকমভাবে কখনই ডিসইনফেকট্যান্ট কারোর শরীরে পুশ করা উচিত নয় ৷ এদিকে ট্রাম্প এই প্রস্তাব দেন উইলিয়াম ব্রায়ানকে যিনি হোমল্যান্ড সিকিউরিটি সায়েন্স টেকনোলজির প্রধানকে ৷

এদিকে করোনা ভাইরাসের মারণ প্রকোপ যখন শুরু হয়েছিল তখন শুরুর দিকে বিজ্ঞানী মহলের একাংশ দাবি করেছিলেন উচ্চ তাপমাত্রায় কোভিড ১৯ জীবাণু মারা যায়, যদিও পরবর্তী পর্যায়ে সেই তথ্য খুব একটা প্রমাণ করা যায়নি ,কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউস যে রিসার্চ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তাতে করোনা ভাইরাসের ধ্বংসের ক্ষেত্রে সূর্য রশ্মির ভূমিকা আছে বলে জানানো হয়েছে ৷

বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যরশ্মির উপস্থিতির পাশাপাশি আর্দ্রতা থাকলে ভাইরাস দ্রুত নিষ্ক্রিয় হয়ে যায়৷ সৌরালোকের উপস্থিতিতে ভাইরাসের এই নিষ্ক্রিয়তা আশার আলো দেখাচ্ছে ৷

মেরিল্যান্ডের National Biodefense Analysis and Countermeasures Center-র রিসার্চের স্লাইড দেখিয়ে উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, ৭০ থেকে ৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ২১ থেক ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র তার সঙ্গে ২০ শতাংশ আর্দ্রতার যোগ হলে ১৮ ঘন্টায় নন পোরাস সারফেসে জীবাণুর জীবন অর্ধেক হয়ে যায় ৷

এই সারফেস গুলির মধ্যে রয়েছে দরজার হ্যান্ডেল, স্টেইনলেস স্টিল৷ পাশাপাশি যদি আর্দ্রতা ৮০ শতাংশ হয় তাহলে আর তার সঙ্গে দু মিনিটের সূর্যালোক যোগ করা হয় তাহলে জীবাণুর মেয়াদকাল হয় ৬ ঘণ্টা ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Corona Virus, Coronavirus, Donald Trump